পশ্চিমবঙ্গের সরকারি চাকরি  সুখবর । রাজ্যে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল এন্ড টেকনোলোজিক্যাল মিউজিয়াম-এর পক্ষ থেকে চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । যেখানে রাজ্যের পুরুষ ও  প্রাথী আবেদন  করতে পারবেন । 


আবেদন শুরু :- আবেদন শুরু হয়ে গিয়েছে |

আবেদন চলবে :- ৩১শে জানুয়ারী ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন |

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা :-

১) অফিস অ্যাসিস্ট্যান্ট (গ্রেড-৩):- যেকোনো সরকারি স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন | সাথে ইংলিশ এবং হিন্দি তে টাইপিং করার দক্ষতা থাকতে হবে |

   উক্ত পদে প্রতি মাসে ১৯,৯৯০ - ৬৩,২০০ টাকা বেতন দেওয়া হবে |

) এডুকেশন অ্যাসিস্ট্যান্ট 'A' :- ফিজিক্স সহ বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ করে থাকতে হবে সাথে কেমিস্ট্রি, অঙ্ক, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, জ্যোতির্বিদ্যা, জিওলজি এবং স্ট্যাটিসটিক্স বিষয় থাকতে হবে |

   উক্ত পদে প্রতি মাসে ২৯,২০০-৯২,৩০০ টাকা বেতন দেওয়া হবে |

৩) টেকনিশান 'A' :- টেকনিশান পদের মধ্যে Fitting, Carpentry, Electrical পদ গুলো আছে | যেখানে অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সাথে নির্দিষ্ট ট্রেডে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

   উক্ত পদে প্রতি মাসে ১৯,৯০০-৬৩,২০০ টাকা বেতন দেওয়া হবে |


 

বয়সসীমা :- প্রথম পদের ক্ষেত্রে ২৫ বছরের মধ্যে বয়স হতে হবে এবং বাকি পদ গুলির জন্য ৩৫ বছরের মধ্যে বয়স হতে হবে | যা ধরা হবে ৩১/০১/২০২২ তারিখ হিসেবে | এছাড়া সরকারি নিয়োগ অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবেন |

আবেদন ফি :- আবেদন ফি বাবদ ২০০ টাকা অনলাইনে জমা দিতে হবে | তবে মহিলা, প্রতিবন্ধী এবং Ex. Serviceman  কোনো আবেদন ফি জমা দিতে হবে না | আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২রা ফেব্রুয়ারি ২০২২ তারিখ |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন | বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারেন |



    

Apply Online :- Click Here 👈

Join Our Telegram Group :- Click Here 👈

More Job News :- Click Here 👈


বিঃ দ্রঃ - উপরে লিখিত চাকরির তর্থ্য অনুযায়ী সকলকে জানিয়ে রাখিযে , "কর্ম বন্ধু" ওয়েবসাইট  কোনো জব কোম্পানি নয় যে কাজ বা চাকরি  দেবে  । শুধুমাত্র বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির বিজ্ঞাপ্তি প্রদান করে থাকি । তাই যেকোনো চাকরীর আবেদন করার আগে অবশ্যই নিজেরা যাচাই করে নেবেন ।