রাজ্যের সরকারি চাকরি প্রাথীদের জন্য সুখবর । সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের পক্ষ থেকে চাকরি সংক্রান্ত অফিসিয়াল একটি বিজ্ঞতি প্রকাশিত হয়েছে । যেখানে ফায়ারম্যান কনস্টেবল পদে কর্মী নিয়োগ করানো হবে । পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ প্রাথীরা আবেদন করতে পারবেন । 

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা :- 
১) ফায়ারম্যান (কনস্টেবল) :- বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করা থাকলে আবেদন করতে পারবেন । তবে উক্ত পদে শুধুমাত্র পুরুষ প্রাথী  আবেদন  করতে পারবেন ।

শারীরিক মাপযোগ :- শারীরিক মাপযোগ হতে হবে উচ্চতা ১৭০সেমি ( তপশীল উপজাতিদের জন্য ১৬২.৫ সেমি, অসম,ত্রিপুরা,পার্বত্য অঞ্চল এবং মিজোরাম এলাকার প্রাথীদের জন্য ১৬৫ সেমি) । বুকের ছাতি ফুলিয়ে ৮৫ সেমি এবং না ফুলিয়ে ৮০ সেমি হতে হবে । তবে তপশীল উপজাতিদের জন্য ৭৬ সেমি এবং পার্বত্য এলাকার প্রাথীদের জন্য ৭৮ সেমি হতে হবে না ফুলিয়ে এবং ফুলিয়ে ৫ সেমি বেশি হতে হবে । চোখের দৃষ্টি শক্তি হতে হবে চশমা ছাড়া এক চোখে ৬/৬ এবং অনন্য চোখে ৬/৯ । ওজন হতে হবে বয়স ও উচ্ছতার সামনজস্যপুর্ণ । আরও জানতে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারেন ।


শূন্যপদ :- মোট ১১৪৯ টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে । যার মধ্যে পশ্চিমবঙ্গে সব জেলা মিলিয়ে ৫১টি (জেনারেল-২১, ই.ডাব্ল.এস.-৫, তপঃ জাতি -১২, তপঃ  উপজাতি- ২, ও.বি.সি.-১১) শূন্যপদে নিয়োগ করানো হবে ।

নিয়োগ পদ্ধতি :- প্রথমে শারীরিক মাপযোগ হবে, তারপরে মাঠ ( ৫কিমি দৌড় ২৪ মিনিটে), এরপরে আইডেন্টিটি চেক এবং সব প্রমাণপত্র পরীক্ষা, এরপরে ১০০ নম্বরের পরীক্ষা এবং শেষে ডাক্তারি পরীক্ষা ।

আবেদন ফী :- আবেদনকারীদের ২৫০ টাকা আবেদন ফী বাবদ জমা দিতে হবে ।

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রাথীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । আরো জানতে নিচে দেওয়া অফিসিয়াল নোটিশ টি ডাউনলোড করে দেখে নিতে পারেন । উপরের এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কর্মসংস্থান পেপারে । তাই নিচে দেওয়া লিংকে ক্লিক করে কর্মসংস্থা পেপার ডাউনলোড করে দেখে নিন ।

JoinTelegram Channel :- Click Here 👈  
More Job News :- Click Here 
 👈


বিঃ দ্রঃ - উপরে লিখিত চাকরির তর্থ্য অনুযায়ী সকলকে জানিয়ে রাখিযে , "কর্ম বন্ধু" ওয়েবসাইট  কোনো জব কোম্পানি নয় যে কাজ বা চাকরি  দেবে  । শুধুমাত্র বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির বিজ্ঞাপ্তি প্রদান করে থাকি । তাই যেকোনো চাকরীর আবেদন করার আগে অবশ্যই নিজেরা যাচাই করে নেবেন ।