রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের পক্ষ থেকে চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে | রাজ্যের ২৩টি জেলার পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন | 

আবেদন শুরু :- ১৫ই জানুয়ারি ২০২২ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে |

আবেদন চলবে :- আগামী ১৫ই ফেব্রুয়ারি ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন |

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা :-

১) মাল্টি টাস্কিং স্টাফ :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন | উক্ত পদে প্রতি মাসে ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা বেতন দেওয়া হবে |

২) স্টেনোগ্রাফার :- যেকোনো বিষয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন | সাথে কম্পিউটারে টাইপিং করার দক্ষতা থাকতে হবে | উক্ত পদে প্রতি মাসে ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা বেতন দেওয়া হবে |

৩) আপার ডিভিশন ক্লার্ক :- যেকোনো সরকারি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট পাশ করে থাকলে আবেদন করতে পারবেন | সাথে কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে | উক্ত পদে প্রতি মাসে ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা বেতন দেওয়া হবে |

শূন্যপদ :-  MTS পদে মোট শূন্যপদ আছে ২০৩ টি (UR-৮২ শূন্যপদ  , SC-৪৯ শূন্যপদ , ST-৯ শূন্যপদ  , OBC- ৪৩ শূন্যপদ , EWS-২০ শূন্যপদ ), Stenographer পদের ক্ষেতে শূন্যপদ আছে ৪ টি ( UR- ২ শূন্যপদ , SC- ১ শূন্যপদ , ST-১ শূন্যপদ ) এবং UDC পদে মোট শূন্যপদ আছে ১১৩ টি ( UR-৫৭ শূন্যপদ, SC- ২৫ শূন্যপদ , ST- ৫ শূন্যপদ , OBC- ১৫ শূন্যপদ, EWS- ১১শূন্যপদ  ) |

বয়সসীমা :- MTS পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-২৫ বছর, আর বাকি দুটি পদের ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-২৭ বছর | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

আবেদন ফি :- General প্রার্থীদের জন্য ৫০০/- টাকা এবং বাকিদের ক্ষেত্রে ২৫০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে | তবে এই আবেদন ফি আপনারা Refund পাবেন |

আবেদন পদ্ধতি :- প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন | আরও জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন |

 

Official Notice :- Click Here 👈

Apply Online :- Click Here 👈

Join Telegram Group :- Click Here 👈

More Job News :- Click Here 👈