ভারতীয় উপকূলবাহিনীতে নতুন কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । যেখানে মাধ্যমিক পাশেই কর্মী নিয়োগের কথা প্রকাশ করা হয়েছে । 

আবেদন শুরু :- আবেদন শুরু হয়ে গিয়েছে ।

আবেদন চলবে :- আগামী ২০ই ফেব্রয়ারি ২০২২ তারিখ পযর্ন্ত আবেদন করতে পারবেন ।

পদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও বেতন :- 

১) ইঞ্জিন ড্রাইভার :- মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন ।  ইঞ্জিন ড্রাইভার-এর লাইসেন্স থাকতে হবে । ৫২০০-২০,২০০ টাকা বেতন দেওয়া হবে ।

২) সারাং লাস্কার :- মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন । সাথে নির্দিষ্ট ট্রেডে  সার্টিফিকেট থাকতে হবে । উক্ত পদে ৫২০০-২০,২০০ টাকা বেতন দেওয়া হবে ।

৩) স্টোর কিপার গ্রেড-২ :- উচ্চমাধ্যমিক পাশেই আবেদন করা যাবে । তবে নির্দিষ্ট ট্রেডে কাজ করার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে । উক্ত পদে ৫২০০-২০,২০০ টাকা বেতন দেওয়া হবে ।

৪) সিভিলিয়ান মোটর ট্রান্সপোর্ট ড্রাইভার :-  মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন । সাথে ভারী ও হালকা গাড়ি চালানোর দক্ষতা থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স সহ এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে গাড়ি চালানোর । উক্ত পদে ৫২০০-২০,২০০ টাকা বেতন দেওয়া হবে 

৫) ফায়ারম্যান :-  মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন । শারীরিক ভাবে সুস্থ হতে হবে । শারীরিক মাপযোগের কি প্রয়োজন তা অফিসিয়াল নোটিশে উল্লেখ করা হয়েছে । অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারেন । উক্ত পদে ৫২০০-২০,২০০ টাকা বেতন দেওয়া হবে ।

৬) ICE ফিটার :- মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন ।সাথে ফিটার- এ ITI পাশ করে থাকতে হবে । উক্ত পদে ৫২০০-২০,২০০ টাকা বেতন দেওয়া হবে ।


৭) স্প্রে পেইন্টার :- মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন । সাথে নির্দিষ্ট ট্রেডে এপ্রেন্টিসশীপ পাশ করা থাকতে হবে এবং সাথে ২বছরের অভিজ্ঞতা থাকতে উক্ত কাজে । উক্ত পদে ৫২০০-২০,২০০ টাকা বেতন দেওয়া হবে ।

৮) MT ফিটার/ MT টেক/MT মেচ :-  মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন । সাথে ২ বছরে অভিজ্ঞতা থাকতে হবে উক্ত পোস্টে কাজের । ITI পাশ করা থাকলে অগ্রাধিকার পেয়ে যাবেন । উক্ত পদে ৫২০০-২০,২০০ টাকা বেতন দেওয়া হবে ।

৯) মাল্টি টাস্কিং স্টাফ (মালি):- মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন । সাথে যেকোনো নার্সারিতে ২বছরের কাজ করার অবিজ্ঞতা থাকতে হবে । উক্ত পদে ৫২০০-২০,২০০ টাকা বেতন দেওয়া হবে ।

১০) মাল্টি টাস্কিং স্টাফ(পিওন) :- মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন । সাথে যেকোনো অফিস আটটেনডট- এ কাজ করার ২বছরের অবিজ্ঞতা থাকতে হবে ।উক্ত পদে ৫২০০-২০,২০০ টাকা বেতন দেওয়া হবে ।

১১) মাল্টি টাস্কিং স্টাফ (দফতরি) :- মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন । সাথে যেকোনো অফিস আটটেনডট- এ কাজ করার ২বছরের অবিজ্ঞতা থাকতে হবে ।উক্ত পদে ৫২০০-২০,২০০ টাকা বেতন দেওয়া হবে ।

১২) মাল্টি টাস্কিং স্টাফ (সুইপার) :- মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন । সাথে যেকোনো ফার্মে কাজ করার ২ বছরে অভিজ্ঞতা থাকতে হবে । উক্ত পদে ৫২০০-২০,২০০ টাকা বেতন দেওয়া হবে ।

১৩) শিট মেটাল ওয়ার্কার :- মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন । সাথে নির্দিষ্ট ট্রেডে ITI পাশ করা থাকতে হবে এবং  তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।  উক্ত পদে ৫২০০-২০,২০০ টাকা বেতন দেওয়া হবে ।

১৪) ইলেকট্রিকাল ফিটার :- মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন । সাথে নির্দিষ্ট ট্রেডে ITI পাশ করা থাকতে হবে এবং  তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।  উক্ত পদে ৫২০০-২০,২০০ টাকা বেতন দেওয়া হবে ।

১৫) লেবার :- মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন । সাথে নির্দিষ্ট ট্রেডে ITI পাশ করা থাকতে হবে এবং  তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।  উক্ত পদে ৫২০০-২০,২০০ টাকা বেতন দেওয়া হবে ।
 
বয়সসীমা :- ইঞ্জিন ড্রাইভার/সারাং লাস্কার পদের ক্ষেত্রে ১৮-৩০ বছর, স্টোর কিপার গ্রেড-২ পদের ক্ষেত্রে ১৮-২৫ বছর আর বাকি সব পদের ক্ষেত্রে ১৮-২৭ বছরের মধ্যে বয়স হতে হবে । তবে সংরক্ষিত শ্রেণির প্রাথীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন ।

নিয়োগ পদ্ধতি :- লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট এবং শারীরিক মাপযোগের মাধ্যমে নিয়োগ করানো হবে ।

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রাথীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে । নিচে দেওয়া অফিসিয়াল নোটিশটি  ডাউনলোড করতে হবে , নোটিশের সাথে এপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন । ওই ফর্ম টি সঠিক ভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে পোস্ট অফিসার মাধ্যমে ।






        

Join Our Telegram Channel :- Click Here 👈  
More Job News :- Click Here 
 👈


বিঃ দ্রঃ - উপরে লিখিত চাকরির তর্থ্য অনুযায়ী সকলকে জানিয়ে রাখিযে , "কর্ম বন্ধু" ওয়েবসাইট  কোনো জব কোম্পানি নয় যে কাজ বা চাকরি  দেবে  । শুধুমাত্র বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির বিজ্ঞাপ্তি প্রদান করে থাকি । তাই যেকোনো চাকরীর আবেদন করার আগে অবশ্যই নিজেরা যাচাই করে নেবেন ।