চাকরি প্রার্থীদের জন্য সুখবর | রাজ্যে সরকারি স্কুলে গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে পুরুষ ও মহিলা উভয়ই প্রার্থী আবেদন করতে পারবেন | 


Notice No. - 01/2022

পদের নাম ও শিক্ষাগত যোগ্যতা :-

১) L. D. Clerk :- যেকোন সরকারি  স্কুল থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে |  কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে | 

২) Lab. Attendent :- অষ্টম  শ্রেণি পাশ করে থাকতে হবে | সাথে কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে |  

৩) Peon :- অষ্টম  শ্রেণি পাশ করে থাথাকতে হবে |সাথে কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে |  

৪) Library Peon :- অষ্টম (৮ম) শ্রেণি পাশ করে থাকলে উক্ত পদে আবেদন করতে পারবেন |সাথে কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে |  

৫) Lady Attendent :- অষ্টম (৮ম) শ্রেণি পাশ করে থাকলে উক্ত পদে আবেদন করতে পারবেন |সাথে কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে |  

৬) karmabandhu :- অষ্টম (৮ম) শ্রেণি পাশ করে থাকলে উক্ত পদে আবেদন করতে পারবেন |সাথে কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে | 

বয়সসীমা :- উক্ত পদগুলিতে আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন আরও জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন |

বেতন :- L.D. ক্লার্ক পদের ক্ষেত্রে প্রতি মাসে ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা বেতন দেওয়া হবে | Karmabandhu পদের ক্ষেত্রে প্রতি মাসে ৩,০০০/- টাকা বেতন দেওয়া হবে আর বাকি পদগুলির ক্ষেত্রে প্রতি মাসে ১৭,০০০/- টাকা থেকে ৪৩,৬০০/- টাকা বেতন দেওয়া হবে |

নিয়োগ পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করানো হবে | ইন্টারভিউ তারিখ Official Notice - এ উল্লেখ করা হয়েছে ডাউনলোড করে দেখে নিন |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে হবে | তার সাথে আবেদন পত্র দেওয়া হয়েছে | সেটিকে প্রিন্ট করে সঠিক ভাবে পূরণ করে ইন্টারভিউ-এর দিন সাথে নিয়ে যেতে হবে | আরও জানতে নিচের দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিন |


Official Notice :- Click Here 👈
Join Telegram Group :- Click Here 👈
More Job News :- Click Here 👈