আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন এবং যদি আপনি বাড়িতে বসেই কাজ করতে চান, তাহলে আজকেই এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ | বাংলা লিখতে ও পড়তে জানলেই TV9 নিউজ চ্যানেলে চাকরি । কাজ করতে হবে সোশ্যাল মিডিয়ায় । বিস্তারিত জেনে নিন শীঘ্রই - - -

🔰 আবেদনের মাধ্যম :- 

     আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে |

🔰 পদের নাম :-  সোশ্যাল মিডিয়া জার্নালিস্ট |

🔰 শিক্ষাগত যোগ্যতা :-  

     প্রার্থীদের অবশ্যই বাংলা ভাষার উপরে দক্ষ হতে হবে, কোনো টপিকের উপরে ছোট অথবা বড় কন্টেন্ট লেখার পারদর্শী হতে হবে |

🔰 ভ্যাকান্সি :-  জানানো হয়নি

🔰 কাজের বিবরণ :-

     যেমন ধরুন আমি এই যে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করলাম বা এই খবরটি আপনাদের কাছে তুলে ধরলাম, ঠিক এই ভাবেই আপনাদের Viral খবর গুলি প্রকাশ করতে হবে |

     এছাড়াও ইংরেজি ভাষাতেও লিখতে ও পড়তে জানতে হবে, ইংরেজি বানান ও গ্রামার সম্পর্কে ভালো জ্ঞান থাকা আবশ্যক ।

🔰 ভাষা :-  

     বাংলা ও ইংরেজি দুটি ভাষার উপরে কাজ করতে হবে তাই ওই দুটি ভাষার উপরেই দক্ষ হতে হবে |

🔰 আবশ্যিক যোগ্যতা :- 

     সোশ্যাল মিডিয়ার কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে । KEYWORD, TAG বসিয়ে কিভাবে কন্টেন্ট ভাইরাল করতে হয় সেই সম্পর্কে নলেজ থাকতে হবে ।

🔰 বয়স :-  

     মিনিমাম ১৮ বছর হলেই আবেদন করতে পারবেন, বয়সের কোন উর্ধ সীমা নেই। ছেলে ও মেয়ে সবাই আবেদন করতে পারবেন । রাজ্যের সব জেলা থেকেই আপনারা আবেদন করতে পারবেন |

🔰 বেতন :- 

     নোটিশে কোনো বেতনের কথা উল্লেখ করা হয়নি, তাই ইন্টারভিউ এর সময় আপনি সিলেকশন হলে তখন বেতন আলোচনা করে ঠিক করবেন ।

🔰 প্রয়োজনীয় তথ্য :-

     যেহেতু এটি ওয়ার্ক ফ্রম হোম, তাই কাজ করার জন্য আপনার একটি সিস্টেম থাকা প্রয়োজন। ল্যাপটপ বা কম্পিউটার  তার সাথে ইন্টারনেট কানেকশন ।

🔰 কোথায় কাজ করতে হবে?

বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম যেমনঃ

✅ YouTube
✅ Facebook
✅ Instagram
✅ Twetter

🔰 আবেদন কিভাবে করবেন?

     আপনার ১ কপি বায়োডাটা ইমেল করে আবেদন করবেন

🔰 Mail ID: nirnay.bhattacharya@tv9.com


 Join Telegram Group :- Click Here 👈

 More Job News :- Click Here 👈


বিঃদ্রঃ - উপরে লিখিত চাকরির তর্থ্য অনুযায়ী সকলকে জানিয়ে রাখিযে , "ক্যারিয়ার ডট কম" ওয়েবসাইট  কোনো জব কোম্পানি নয় যে কাজ বা চাকরি  দেবে  । শুধুমাত্র বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির বিজ্ঞাপ্তি প্রদান করে থাকি । তাই যেকোনো চাকরীর আবেদন করার আগে অবশ্যই নিজেরা যাচাই করে নেবেন ।