ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে যেকোনো জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন যোগ্য | কোন কোন পোস্টে নিয়োগ করানো হবে এবং যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে - - -


🔰 আবেদন শুরু :- ১৭ই ফেব্রুয়ারি ২০২২ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে |

🔰 আবেদন চলবে :- আগামী ৮ই মার্চ ২০২২ তারিখ পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন |

🔰 আবেদনের মাধ্যম :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে |

🔰 পোস্টের নাম ও শিক্ষাগত যোগ্যতা :-

১) অ্যাসিস্ট্যান্ট (Assistant) :- উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি পাশ করে থাকলে আবেদন যোগ্য |

🔰 বয়সসীমা :- প্রার্থীদের বয়স ২২-২৮ বছরের মধ্যে হতে হবে | যে বয়স ধরা হবে ০১/০২/২০২২ তারিখ অনুযায়ী |সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণিভুক্ত প্রার্থীরা নির্দিষ্ট বয়সের ছাড় পেয়ে যাবেন |

🔰 শূন্যপদ :- উক্ত পদে মোট ৯৫০ টি শূন্যপদে নিয়োগ করানো হবে |

🔰 নিয়োগ পদ্ধতি :- প্রার্থীদের প্রিলিমিনারি ও মেন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে | পশ্চিমবঙ্গের প্রার্থীরা বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবেন |

🔰 আবেদন ফি :- GEN/OBC/EWS - প্রার্থীদের ৪৫০/- টাকা এবং SC/ST - প্রার্থীদের ৫০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে | আবেদন ফি বাবদ থাকা অনলাইনের মাধ্যমে জমা দিতে পারবেন |

🔰 পরীক্ষা কেন্দ্র :- পশ্চিমবঙ্গের আসানসোল, সম্পূর্ন কলকাতা, কল্যাণী ও শিলিগুড়িতে পরীক্ষা কেন্দ্র থাকবে |


🔰 আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | নিচে আবেদন করার এবং অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া হয়েছে | সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন |

✅ Online Apply :- Click Here 👈
✅ Official Notice :- Click Here 👈 
✅ Join Telegram Group :- Click Here 👈
✅ More Job News :- Click Here 👈


বিঃদ্রঃ - উপরে লিখিত চাকরির তর্থ্য অনুযায়ী সকলকে জানিয়ে রাখিযে , "ক্যারিয়ার ডট কম" ওয়েবসাইট  কোনো জব কোম্পানি নয় যে কাজ বা চাকরি  দেবে  । শুধুমাত্র বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির বিজ্ঞাপ্তি প্রদান করে থাকি । তাই যেকোনো চাকরীর আবেদন করার আগে অবশ্যই নিজেরা যাচাই করে নেবেন ।