রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | রাজ্যে নতুন করে ফুড সাব-ইন্সপেক্টর নিয়োগ হতে চলেছে | যেখানে রাজ্যের ২৩টি জেলা থেকেই পুরুষ ও মহিলা উভয় আবেদন করতে পারবেন | বিস্তারিত জেনে নিন - -

🔰 মোট শূন্যপদ :- সূত্রে খবর যে, রাজ্যে ২০২১ সাল পর্যন্ত প্রায় ৭৫০ শূন্যপদ ছিল ফুড সাব-ইন্সপেক্টর পদে | শেষ নিয়োগ করানো হয়েছিল ২০১৮ সালে ৯৫৭টি শূন্যপদে | তবে এই শূন্যপদ বেড়ে প্রায় ১ হাজারের বেশি হতে পারে এই বছর | সব মিলিয়ে রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর | পুরাতন নিয়োগের জট কাটিয়ে নতুন শূন্যপদে প্রচুর সাব-ইন্সপেক্টর নিয়োগ হতে চলেছে |

🔰 শিক্ষাগত যোগ্যতা :- ফুড সাব-ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই মাধ্যমিক পাশ করে থাকতে হবে | তবে উচ্চ শিক্ষিতরাও আবেদন করতে পারবেন |

🔰 বেতন :- উক্ত পদে প্রতি মাসে ৫,৪০০/- টাকা থেকে ২৫,২০০/- টাকা বেতন দেওয়া হবে | গ্রেড পে থাকবে ২,৬০০/- টাকা |

🔰 বয়সসীমা :- প্রার্থীদের বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে | তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়োগ অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

🔰 আবেদনের মাধ্যম :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন |

🔰 আবেদন ফি :- UR/OBC - শ্রেণির প্রার্থীদের জন্য ১০০/- টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে | SC/ST - প্রার্থীদের কোনো আবেদন ফি লাগবে না | আবেদন ফি বাবদ টাকা অনলাইন এবং অফলাইনে জমা দিতে পারবেন |

🔰 নিয়োগ পদ্ধতি :- প্রার্থীদের লিখিত পরীক্ষা (MCQ) এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে |

🔰 পরীক্ষা কেন্দ্র :- কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, কৃষ্ণনগর, হাওড়া, চিন সূরা, বর্ধমান, আসানসোল, পুরুলিয়া, মেদিনীপুর, তমলুক, ঝাড়গ্রাম, বাঁকুড়া, সিউড়ি, বহরমপুর, মালদহ, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, দার্জিলিং প্রভৃতি |

🔰 আবেদন শুরু :- একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, কিছু দিনের মধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে | আশা করা যায় মার্চ-এপ্রিল মাসের এই নিয়োগ শুরু হবে | 


আপনি যদি একজন সরকারি চাকরি প্রাথী হয়ে থাকেন এবং যদি প্রতিদিন নিত্যনতুন সরকারি এবং বেসরকারি চাকরির খবর পেতে চান, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল যুক্ত হতে পারেন নিচে দেওয়া লিংকে ক্লিক করে 👇👇👇

 Official Website :- Click Here 👈
✅ Join Telegram Group :- Click Here 👈
✅ More Job News :- Click Here 👈

বিঃদ্রঃ - উপরে লিখিত চাকরির তর্থ্য অনুযায়ী সকলকে জানিয়ে রাখিযে , "ক্যারিয়ার ডট কম" ওয়েবসাইট  কোনো জব কোম্পানি নয় যে কাজ বা চাকরি  দেবে  । শুধুমাত্র বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির বিজ্ঞাপ্তি প্রদান করে থাকি । তাই যেকোনো চাকরীর আবেদন করার আগে অবশ্যই নিজেরা যাচাই করে নেবেন ।