রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর আসতে চলেছে | পশ্চিমবঙ্গ ডাক বিভাগে আবারও নতুন গ্রামীণ ডাক সেবক নিয়োগ হতে চলেছে | যেখানে প্রতিটি জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | নিয়োগ সংক্রান্ত সব খবর নিচে উল্লেখ করা হয়েছে -
     
     ২০২১ সালের গ্রামীণ ডাক সেবক নিয়োগের রেজাল্ট এখনো প্রকাশিত করা হয়নি আমাদের রাজ্যের | খুব শীঘ্রই ওই রেজাল্ট প্রকাশিত হতে চলেছে | অন্যান্য রাজ্য ও আমাদের রাজ্য মিলিয়ে আর শুধুমাত্র ৪টি রাজ্যের রেজাল্ট প্রকাশিত হওয়ার বাকি আছে | আমাদের রাজ্যের রেজাল্ট প্রকাশিত হলেই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে |

🔰 পোস্টের নাম ও শিক্ষাগত যোগ্যতা :-

১) গ্রামীণ ডাক সেবক :- এই GDS বা গ্রামীণ ডাক সেবক পদে আবেদন করার জন্য প্রার্থীদের শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সাথে ৬ মাসের একটি কম্পিউটার কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন |

🔰 শূন্যপদ :- এই বছর রাজ্যে মোট ১৮২১টি শূন্যপদে নতুন কর্মী নিয়োগ করা হবে |

🔰 বয়সসীমা :- প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে | তবে সরকারি নিয়োগ অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবেন |

🔰 বেতন :- উক্ত পদে প্রতি মাসে ১২,০০০/- টাকা সাথে বিভিন্ন সরকারি ভাতা দেওয়া হবে |

🔰 আবেদন ফি :- ST/SC/PWD/Women - প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফি লাগবে না | বাকিদের ক্ষেত্রে ১০০/- টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে | আবেদন ফি অনলাইন এবং অফলাইনের মাধ্যমে জমা দিতে পারবেন |

🔰 নিয়োগ পদ্ধতি :- উক্ত পদে প্রার্থী বাছাই করা হবে মাধ্যমিক পরীক্ষার নাম্বার ভিত্তিতে | কোনো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না |

🔰 আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে | আবেদন প্রক্রিয়া শুরু হলে আমাদের ওয়েবসাইটে আবেদন করার লিঙ্ক দেওয়া হবে | এই চাকরির সব তথ্য সবার আগে পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট Follow করুন |

✅ Official Website :- Click Here 👈
✅ Join Telegram Group :- Click Here 👈
✅ More Job News :- Click Here 👈


বিঃদ্রঃ - উপরে লিখিত চাকরির তর্থ্য অনুযায়ী সকলকে জানিয়ে রাখিযে , "ক্যারিয়ার ডট কম" ওয়েবসাইট  কোনো জব কোম্পানি নয় যে কাজ বা চাকরি  দেবে  । শুধুমাত্র বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির বিজ্ঞাপ্তি প্রদান করে থাকি । তাই যেকোনো চাকরীর আবেদন করার আগে অবশ্যই নিজেরা যাচাই করে নেবেন ।