গত ১১ই মার্চ ২০২২ তারিখে রাজ্য পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের প্রিলি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে | তার পরেই PMT ও PET পরীক্ষার কিছু নিয়ম পরিবর্তন নোটিশ প্রকাশ করা হয়েছে | কোন নিয়ম পরিবর্তন করা হয়েছে তা নিচে উল্লেখ করা হয়েছে - - - 

প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করা সমস্ত পরীক্ষার্থীদের পরবর্তী ধাপ হলাে  (PMT) ও  (PET)। অর্থাৎ দৌড় ও
শারীরিক যােগ্যতা পরিমাপের পরীক্ষা। তবে ফিজিক্যাল
এফিশিয়েন্সি টেস্ট (PET) নিয়ে নতুন নিয়ম জারি করল পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বাের্ড (WBPRB)। বিগত বছরগুলিতে যে নিয়ম মাফিক ফিজিক্যাল এফিশিয়েন্সি টেস্ট হয়ে আসছে, এবছর থেকে তা আর হবে না। জারি হচ্ছে নতুন নিয়ম। এবার জেনে নেওয়া যাক কি সেই নতুন নিয়ম।

কনস্টেবল (পুরুষ) প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হয় ১৬৭ সেমি, ওজন হতে হয় ৫৭ কেজি, ছাতি হতে হয় ৭৮ সেমি ও ৮৩ শ্রেণি পর্যন্ত ফুলানাের ক্ষমতা থাকতে হয় (গাের্খা, গাড়ােয়ালিস, রাজবংশী ও সিডিউল ট্রাইব প্রার্থী বাদে বাকিদের ক্ষেত্রে)।

 গােখা, গাড়ােয়ালিস, রাজবংশী ও সিডিউল ট্রাইৰ শ্রেণীভূক্ত কনস্টেবল (পুরুষ) প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হয় ১৬০ সেমি, ওজন হতে হয় ৫৩ কেজি, ছাতি হতে হয় ৭৬ সেমি ও ৮১ শ্রেণি পর্যন্ত ফুলানাের ক্ষমতা থাকতে হয়।

কনস্টেবল (মহিলা) প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হয় ১৬০ সেমি, ওজন হতে হয় ৪৯ কেজি (গাের্খা, গাড়ােয়ালিস, রাজবংশী ও সিডিউল ট্রাইব প্রার্থী বাদে বাকিদের ক্ষেত্রে)। গােখা, গাড়ােয়ালিস, রাজবংশী ও সিডিউল ট্রাইব শ্রেণীভূক্ত কনস্টেবল (মহিলা) প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হয় ১৫২সেমি, ওজন হতে হয় ৪৫ কেজি (গােখা, গাড়ােয়ালিস, রাজবংশী ও সিডিউল ট্রাইব প্রার্থী বাদে বাকিদের ক্ষেত্রে)।

এগুলি হল ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের নিয়মাবলী। এবার জেনে নেওয়া যাক ফিজিক্যাল ইফিসিয়েন্সি টেস্টের নিয়মাবলী। কনস্টেবল (পুরুষ) প্রার্থীদের ক্ষেত্রে ৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ১৬০০ মিটার দৌড়াতে হয়। কনস্টেবল (মহিলা) প্রার্থীদের ক্ষেত্রে ৪ মিনিটে ৮০০ মিটার দৌড়াতে হয়। তবে এখানেই হয়েছে পরিবর্তন। পূর্ববর্তী নিয়ম অনুযায়ী কনস্টেবল (মহিলা) প্রার্থীদের ক্ষেত্রে ৪ মিনিটে ৮০০ মিটার দৌড়াতে হত। কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ
রিক্রুটমেন্ট বাের্ড প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কনস্টেবল (মহিলা) প্রার্থীদের ৪ মিনিট ৩০ সেকেন্ডে ৮০০ মিটার দৌড়াতে হবে। কিন্তু কনস্টেবল (পুরুষ) প্রার্থীদের ক্ষেত্রে পূর্ববর্তী নিয়মই জারি থাকছে। লেডি কনস্টেবল পদপ্রার্থীদের দৌড়ানোর সময়সীমা বাড়ানো হয়েছে ৩০ সেকেন্ড যাতে খুশি মহিলা প্রার্থীরা |

Official Notice :- Click Here 
Official Website :- Click Here 
Join Telegram Group :- Click Here 
More Job News :- Click Here