রাজ্যে পুলিশের চাকরি প্রার্থীদের জন্য সুখবর | ৫ কেন্দ্রীয় পুলিশ বাহিনীতে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | কোন কোন পদে নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতার সাথে শারীরিক মাপযোগ কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে - - 
   কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সেন্ট্রাল রিসার্চ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো - তিব্বত সীমান্ত পুলিশ ও সশস্ত্র সীমা বল - বাহিনীতে "অফিসার কমান্ড্যান্ট" পদে নতুন কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে | বিস্তারিত জেনে নিন -

Notice Number :- 09/2022-CRF

Post Name :- অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ ছেলে-মেয়েরা আবেদন করতে পারবেন | এবছর ডিগ্রি কোর্সের ফাইনাল পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন |

বয়স :- বয়স হতে হবে ০১/০৮/২০২২ তারিখ অনুযায়ী ২০ থেকে ২৫ বছরের মধ্যে | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

শারীরিক মাপযোগ :- 
     শারিরীক মাপযোগ হতে হবে ছেলেদের ক্ষেত্রে উচ্চতা অন্তত ১৬৫ সেমি, বুকের জাতি না-ফুলিয়ে ৮১ সেমি, ফুলিয়ে ৮৬ সেমি আর ওজন অন্তর ৫০ কেজি কিংবা উচ্চতা অনুপাতে সামঞ্জস্যপূন্য হতে হবে |

     মহিলাদের ক্ষেত্রে উচ্চতা অন্তত ১৫৭ সেমি,  আর ওজন হতে হবে অন্তর ৪৬ কেজি বা, উচ্চতা অনুপাতে সামঞ্জস্যপূন্য  |

শূন্যপদ :- মোট ২৫৩টি শূন্য পদে নিয়োগ করানো হবে | এর মধ্যে বর্ডার সিকিউরিটি ফোর্সে ৬৬টি, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে ২৯টি, ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে ৬২টি, ইন্দো - তিব্বত সীমান্ত পুলিশে ১৪টি ও সশস্ত্র সীমা বলে ৮২টি শূন্যপদ আছে |

নিয়োগ পদ্ধতি :- প্রার্থী বাছাই করা হবে দুটি ধাপে | প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন | প্রথমে হবে লিখিত পরীক্ষা | যেটি অনুষ্ঠিত হবে আগামী ৭ই আগস্ট ২০২২ তারিখে | লিখিত পরীক্ষার পরীক্ষাকেন্দ্র পশ্চিমবঙ্গের কলকাতা তে থাকবে | পরীক্ষায় উত্তীর্ণ হলে শারীরিক মাপযোগের জন্য ডাকা হবে |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া অফিসিয়াল আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন | আরও জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন |

আবেদন ফি :- পরীক্ষার ফি বাবদ ২০০/- টাকা (মহিলা ও তপশশিলীদের ফি লাগবে না) জমা দিতে হবে | আবেদন ফি অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতির মাধ্যমে জমা দিতে পারবেন |

আবেদনের শেষ তারিখ :- আগামী ১০ই মে ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন |

Important Links :- 

Official Notification
Apply Online