রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | পশ্চিমবঙ্গের জেলা আদালতের পক্ষ থেকে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | কোন কোন পোস্টে নিয়োগ করানো হবে এবং শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে - -

Employment Notification No. 02

Notice Publish Date :- 27th April 2022

Post Name & Eligibility Criteria :-

1) English Stenographer GRADE-III (Group-B) :- মাধ্যমিক পাশ ছেলে/মেয়েরা আবেদন করতে পারবেন | সাথে কম্পিউটারে ইংরেজিতে টাইপিং করার দক্ষতা থাকতে হবে |
শূন্যপদ :- ৫টি |
বেতন :- ৩২,১০০/- থেকে ৮২,৯০০/- টাকা |
বয়স :- ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮-৩৯ বছরের মধ্যে হতে হবে | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

2) Bengali Translator (Group-B) :- ইংলিশ বিষয়ে অর্নাস নিয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে | সাথে  ইংলিশ থেকে বাংলা এবং বাংলা থেকে ইংলিশে অনুবাদ করার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহার করার দক্ষতা থাকতে হবে |
শূন্যপদ :- ৩টি |
বেতন :- ২৮,৯০০/- থেকে ৭৪,৫০০/- টাকা |
বয়স :- ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮-৩৯ বছরের মধ্যে হতে হবে | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

3) Lower Division Clerk (Group-C) :- মাধ্যমিক পাশ ছেলে/মেয়েরা উক্ত পদে আবেদন করতে পারবেন | সাথে বেসিক কম্পিউটার কোর্স সার্টিফিকেট থাকা আবশ্যক |
শূন্যপদ :- ২৮টি |
বেতন :- ২২,৭০০/- থেকে ৫৮,৫০০/- টাকা |
বয়স :- ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

4) Process Server (Summon Bailiff) [Group-C) :- ৮ম শ্রেণী পাশ করে থাকলে উক্ত পদে আবেদন করতে পারবেন | সাথে বেসিক কম্পিউটার জ্ঞান থাকতে হবে |
শূন্যপদ :- ৮টি |
বেতন :- ২১,০০০/- থেকে ৫৪,০০০/- টাকা |
বয়স :- ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

5) Peon/Night Guard (Group-D) :- উক্ত পদে শুধুমাত্র ৮ম শ্রেণি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |
শূন্যপদ :- ৪৯টি |
বেতন :- ১৭,০০০/- থেকে ৪৩,৬০০/- টাকা |
বয়স :- ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

আবেদন ফি :- Application fees Not-Refundable.

1) English Stenographer :-
UR/OBC - Rs. 800/-
SC/ST - Rs. 600/-
PWD - Rs.480/-

2) Bengali Translator :- 
UR/OBC - Rs. 700/-
SC/ST - Rs. 500/-
PWD - Rs.420/-

3) Lower Division Clerk & 4) Process Server :-
UR/OBC - Rs. 600/-
SC/ST - Rs. 400/-
PWD - Rs.360/-

5) Peon/Night Guard :- 
UR/OBC - Rs. 500/-
SC/ST - Rs. 350/-
PWD - Rs. 300/-

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া আবেদন করার লিঙ্কে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন |

আবেদন শুরু :- ২৮শে এপ্রিল ২০২২ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে |

আবেদন চলবে :- আগামী ১২ই মে ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন |

Important Links :- 

Official Notification
Apply Online