রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর | ইন্সটিটিউট অফ প্লাজমা রিসার্চে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) নিয়োগ করা হবে। যেখানে সব জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | কোন কোন পদে নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে - - - 

বিজ্ঞপ্তি নম্বরঃ-  02/2022

Post Name & Eligibility Criteria :- 

পদের নামঃ- মাল্টি টাস্কিং স্টাফ (Multi Tasking Staff- MTS)

শিক্ষাগত যোগ্যতাঃ- যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। 

বেতনঃ- ১৮,০০০/-  টাকা+ মাসিক HRA 

বয়সসীমাঃ- আবেদনকারী প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হয়ে থাকতে হবে । তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবেন |

শুন্যপদঃ- ৩১টি |

নিয়োগের পদ্ধতিঃ- প্রার্থীদের ২ বছরের জন্য কন্ট্রাকচুয়াল ভিত্তিতে নিয়োগ করা হবে। প্রয়োজনে কাজের সময়সীমা ১ বছর বাড়ানো হতে পারে। 

নিয়োগ প্রক্রিয়াঃ-  লিখিত পরীক্ষার মাধ্যমে  প্রার্থীদের নিয়োগ করানো হবে |

আবেদন প্রক্রিয়াঃ - অনলাইন প্রক্রিয়ায় The Institute for Plasma Research (IPR) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। আবেদন করার লিংক  নিচে দেওয়া রয়েছে। ঐ লিংকে ক্লিক করে সরাসরি আবেদন করা যাবে।

আবেদন ফিঃ-
GEN/OBC - Rs. 200/-
SC/ST/PwBD/Female/Ex-Servicemen - Rs. 0/-

আবেদন শুরুঃ- গত ৭ই এপ্রিল ২০২২ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে |

আবেদন চলবেঃ- আগামী ৩০শে এপ্রিল ২০২২ তারিক পর্যন্ত আবেদন করতে পারবেন |

Important Links :- 

Official Notification
Application Form