রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য সুখবর | রাজ্যে BDO অফিসে দৈনিক মজুরি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | কিভাবে আবেদন করবেন এবং শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে - - - 


পদের নাম :- দৈনিক মজুরি কর্মী পদে নিয়োগ করা হবে। 

কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে :-

১) কমপক্ষে দুই বৎসর বা তার বেশি সময় সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে ।

২) স্থানীয় ভাষায় কথা বলা বাঞ্ছনীয় ।

৩) ২১ থেকে ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে (০১/০১/২০২২ তারিখ অনুযায়ী) । 

৪) কমপক্ষে স্নাতক হতে হবে ( কমার্স গ্রেজুয়েট হলে অগ্রাধিকার দেওয়া হবে ) ।

৫) কাজের পূর্ব অভিজ্ঞতা / গনিত ও বানিজ্যের জ্ঞান থাকা বাঞ্ছনীয় ।

৬) মাসে কমপক্ষে ১৫ দিন গ্রামের বাইরে গিয়ে কাজ করার ইচ্ছা থাকতে হবে ।

৭) উদ্যোগ নেওয়ার ( Entrepreneurship ) পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন / মহিলা / স্বনির্ভর দলের সদস্যা / কম্পিউটার ও স্মার্ট ফোন ব্যবহারে দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে । জ ) ক্যাশ ক্রেডিট লোনের তৃতীয় ডোজের সঙ্গে যুক্ত থাকতে হবে। 


কি কি ডকুমেন্ট প্রয়োজন :-

১) নিজের বয়স প্রমাণ সার্টিফিকেট 

২) পদ অনুযায়ী বা নিচে উল্লেখিত যোগ্যতা অনুযায়ী তার মার্কশিট বা সার্টিফিকেট 

৩) পাসপোর্ট সাইজের ছবি 

৪) পরিচয় পত্র 

৫) বাসিন্দা প্রমান 

৬) অভিজ্ঞতা 

উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর ফটোকপি/জেরক্স আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে। 


আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন পত্র জমা করতে হবে। অফলাইন আবেদন পত্র নিজের BDO গিয়ে যোগাযোগ করে পেতে পারেন বা কীভাবে আবেদন পত্র তৈরি করবেন তা সংশ্লিষ্ট BDO অফিস থেকে কেবল জানা যাবে এমনটাই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নোটিশটি প্রকাশিত হয়েছে পূর্ব বর্ধমান জেলা পরিষদ থেকে | তাই শুধুমাত্র ওই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন |


কাজের বিবরণ :- One Stop Facilitation Centre এর অধিনে ক্ষুদ্রশিল্প ও শিল্পীদের ব্যবসার জন্য রূপরেখা তৈরি হাতেকলমে প্রশিক্ষন ও অন্যান্য সহায়তা প্রাপ্তির জন্য পথপ্রদর্শন । 


বেতন :- চুক্তিভিত্তিক এই কাজের জন্য দৈনিক ভাতা দেওয়া হবে । 


আবেদন করার শেষ তারিখ :-  আগামী ১২ই মে ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন । সরাসরি BDO অফিসে আবেদন পত্র জমা করতে হবে। 


Important Links :- 

Official Notification
Official Website