রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | পশ্চিমবঙ্গ জাদুঘরে বিভিন্ন পদে নতুন কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে ২৩টি জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | কোন কোন পদে নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে - - -

Advertisement No. 4/2022

1) Education Assistant :-
বিজ্ঞান বিভাগে (ফিজিক্স-এর সাথে কেমিস্ট্রি/অঙ্ক/ইলেকট্রনিক্স/কম্পিউটার বিজ্ঞান/অ্যাস্ট্রোনমি/জিওলজি) গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- মোট ২টি (GEN-1/OBC-1) শূন্যপদে নিয়োগ করানো হবে |

বেতন :- উক্ত পদে প্রতি মাসে ২৯,২০০/- টাকা থেকে ৯২,৩০০/- করে বেতন দেওয়া হবে |


2) Exhibition Assistant "A" :-
Visual Arts/Fine Arts/Commercial Arts - বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |
শূন্যপদ :- মোট ১টি (GEN-1) শূন্যপদে নিয়োগ করানো হবে |

বেতন :- উক্ত পদে প্রতি মাসে ২৯,২০০/- টাকা থেকে ৯২,৩০০/- করে বেতন দেওয়া হবে |

3) Technical Assistant "A" (Electronics) :-
ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশ করা থাকলে উক্ত পদে আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- মোট ১টি (GEN-1) শূন্যপদে নিয়োগ করানো হবে |

বেতন :- উক্ত পদে প্রতি মাসে ২৯,২০০/- টাকা থেকে ৯২,৩০০/- করে বেতন দেওয়া হবে |

4) Technician "A" :-
I) Carpentry, II) Electronics ও III) Electrical

উক্ত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সাথে নির্দিষ্ট ট্রেডে (Cerpentry/Electronics/Electrical) ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- মোট ৬টি শূন্যপদে নিয়োগ করানো হবে | যার মধ্যে Cerpentry - তে ৩টি (UR-2/OBC-1), Electronics পদে ১টি (GEN-1) এবং Electrical পদে ১টি (EWS-1) শূন্যপদে নিয়োগ করানো হবে |

বেতন :- উক্ত পদে প্রতি মাসে ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা বেতন দেওয়া হবে |

বয়সসীমা :- উভয় পদের ক্ষেত্রে ১৩/০৬/২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

আবেদন ফি :- GEN/OBC - শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ২০০/- টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে | তবে SC/ST/PwD/ESM/Female - প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি জমা দিতে হবে |


আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন | আরও বিস্তারিত জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন |

আবেদন শুরু :- আগামী ২৬শে মে ২০২২ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে |

আবেদন চলবে :- আগামী ১৩ই জুন ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন |

Important Links :- 

Official Notification
Official Website