পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা দপ্তরে শিক্ষক, গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে অতিরিক্ত ৫,২৬১টি শূন্যপদের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে |
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুল সার্ভিসের আন্দোলনরত চাকরি প্রার্থীদের আগেই চাকরির বিষয়ে আশস্ত করে ৫ই মে মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিলো, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলের সহ-শিক্ষক ও গ্রুপ-সি আর গ্রুপ-ডি পদের পুরোনো প্যানেল থেকে ৫২৬১টি শূন্যপদে নিয়োগ করা হবে | ১৯শে মে শিক্ষা দফতর সরকারি ভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করে শূন্যপদ পূরণের নির্দেশ দিয়েছে |

৫২৬১টি শূন্যপদে মধ্যে নবম ও দশম শ্রেণির জন্য শূন্যপদ আছে ১,৯৩২টি, একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য ২৪৭টি, গ্রুপ-সি পদে ১,১০২টি, গ্রুপ-ডি পদে ১,৯৮০টি, কর্মশিক্ষা বিষয়ে ৭৫০টি এবং শারীরশিক্ষা বিষয়ে ৮৫০টি |

স্কুল সার্ভিসে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুলের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য মোট ৩০০ নম্বরের পরীক্ষা হওয়ার কথা চলছে | এর মধ্যে প্রিলিমিনারি টেস্ট হবে ১০০ নম্বরের আর বিষয়ের পরীক্ষা হবে ১০০ নম্বরের | ৫০ নম্বর থাকবে অ্যাকাডেমিক স্কোরের জন্য |

১০০ নম্বরের প্রিলিমিনারি টেস্টে থাকবে : অঙ্ক, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং(জি.আই.) ও ইংলিশ | প্রশ্ন হবে এম.সি.কিউ টাইপের | প্রতিটি প্রশ্নে থাকবে ১ নম্বর | এরপর হবে ১০০ নম্বরের বিষয় ভিত্তিক পরীক্ষা | যিনি যে বিষয়ের শিক্ষক হতে চান, তাঁকে সেই বিষয়ের পরীক্ষা দিতে হবে | অ্যাকাডেমিক স্কোরে থাকবে ৫০ নম্বর | এর মধ্যে ইন্টারভিউয়ে ৫/১০ নম্বর থাকতে পারে | এবার টিচিং ডেমনেস্টেশন থাকবে |

খুব শীঘ্রই এই চাকরির অফিসিয়াল ফর্ম-ফিলাপের বিজ্ঞপ্তি এবং সম্পূর্ণ সিলেবাস প্রকাশিত হতে চলেছে | বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে |

Join Our Telegram Channel :- Click Here
কর্মসংস্থান পেপার PDF ডাউনলোড :- Click Here