রাজ্যে সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর | ভারতীয় বায়ুসেনায় Group-C পদে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | কিভাবে আবেদন করবেন এবং নিয়োগ পদ্ধতি কি থাকবে না নিচে উল্লেখ করা হয়েছে - - -

পদের নাম :- Lower Division Clerk

শিক্ষাগত যোগ্যতা :-
যেকোনো সরকারি স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

বয়সসীমা :-
উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে | তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

শূন্যপদ :-
মোট ৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বেতন :- 
প্রার্থীদের পে লেভেল ২ অনুযায়ী প্রতি মাসে ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা বেতন দেওয়া হবে |

নিয়োগ পদ্ধতি :- প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় পাস করলে চাকরিপ্রার্থীদের পার্সোনালিটি টেস্ট ও অন্যান্য ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে ।

আবেদন পদ্ধতি :-
আগ্রহী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যে সমস্ত প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের অফিশিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। এরপর আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট সংযুক্ত করে সেটি নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্রের খামের উপরে চাকরিপ্রার্থীদের লিখতে হবে - APPLICATION FOR THE POST OF _____ AND CATEGORY _____ AGAINST ADVERTISMENT NO. 03/2022/DR.

কোন কোন ডকুমেন্ট প্রয়োজন :-

১) মাধ্যমিকের এডমিট কার্ড
২) উচ্চমাধ্যমিক পাশ মার্কশিট ও সার্টিফিকেট
৩) কাস্ট সার্টিফিকেট যদি থাকে
৪) পাসপোর্ট সাইজের ফটোকপি
৫) কম্পিউটার সার্টিফিকেট
৬) আধার কার্ড অথবা ভোটার কার্ড
৭) ১০ টাকার একটি পোস্টাল স্ট্যাম্প

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :-
Presiding Officer,Civilian Recruitment Board,Air Force Record Office,Subroto Park, New Delhi- 110010.

আবেদন শুরু :- আবেদন শুরু হয়ে গিয়েছে |
আবেদন চলবে :- আগামী ২০ই জুন ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন |

   উপরে উল্লেখিত চাকরির বিষয়ে আরও জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন |

Official Notice :- Click Here
Application Form :- Click Here
Join Telegram Group :- Click Here