পশ্চিমবঙ্গে বেকার ছেলে ও মেয়েদের জন্য বিরাট সুখবর আসতে চলেছে ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকে | যেখানে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে | সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে এই বছরের মধ্যে ভারতীয় পোস্ট অফিসে প্রায় ৫০ হাজার শূন্যপদে নতুন কর্মী নিয়োগ করতে চলেছে | বিস্তারিত জেনে নিন - -

 গ্রাহক পরিষেবায় প্রতিনিয়ত নানা প্রকল্প ও পরিকল্পনা নিচ্ছে ডাকবিভাগ। এমনকী, কর্মীদের সহবত শিখিয়ে পরিষেবার মান উন্নত করতে এজেন্সি নিয়োগের পথেও হাঁটছে তারা। তবে কর্মী সঙ্কটের মুখে দাঁড়িয়ে পাঁচজনের কাজ একজনকে দিয়ে করালে পরিষেবার মান কেমন হবে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ নিয়ে সরব হয়েছেন ডাকঘরের কর্মীরাও। বিভিন্ন কর্মী সংগঠনও কর্মী নিয়োগের জোরালো দাবি তুলেছে। শেষমেশ এই দাবির মুখে শূন্যপদ পূরণের পরিকল্পনা নিয়েছে ডাকবিভাগ। গত চার বছর ধরে পড়ে থাকা শূন্যপদের পাশাপাশি বর্তমান বছরে খালি হওয়া পদগুলিকে জুড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ডাকবিভাগ। এই নির্দেশের ফলে পশ্চিমবঙ্গ সার্কেলের পাশাপাশি সারা দেশেই ডাকবিভাগে কমপক্ষে ৫০ থেকে ৬০ হাজার কর্মী নিয়োগ হতে পারে বলে মনে করা হচ্ছে। 

ডাকবিভাগ সূত্রে জানা গিয়েছে, প্রতি অর্থবর্ষে শূন্যপদ কত, সেই হিসেব ডাইরেক্টরেটে পাঠায় প্রতিটি সার্কেল। কিন্তু নানা কারণে ওইসব শূন্যপদ সব পূরণ হয় না। যে পদগুলি সেই বছরে পূরণ হয় না, এতদিন তা পরের বছরের শূন্যপদের সঙ্গে যোগ করা হতো না। যদি তা হতো তাহলে এক ধাক্কায় চাকরির সুযোগ অনেকটাই বাড়ত। রেল সহ কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকে যখন পদের অবলুপ্তি ঘটানো হচ্ছে, তখন গত চার বছরের শূন্যপদের হিসেবকে টেনে এনে ডাকবিভাগ পূরণ করার উদ্যোগ নেওয়ায় বিভিন্ন মহলে চাঞ্চল্য তৈরি করেছে। কর্মী সংগঠনগুলির দাবি, গত চার বছর ধরে ফাঁকা পড়ে থাকা পদগুলিতে নিয়োগ হলে প্রতিটি সার্কেলে কমপক্ষে এক হাজার কর্মী নিয়োগ হতে পারে।

 ডাকবিভাগ সূত্রে জানা গিয়েছে, ১৭ মে ডাকবিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর জেনারেল (এসপিএন) মথুরামন সি দেশের সমস্ত সার্কেলের চিফ পোস্ট মাস্টারদের চিঠি দিয়েছেন। সেই চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি সব সার্কেল থেকে শূন্যপদের পরিসংখ্যান নেওয়া হয়েছে। কিন্তু সার্কেল থেকে খবর পাওয়া গিয়েছে, ২০১৮ সাল থেকে ২০২১ সালের মধ্যে এমটিএস পদে ১,১৪৯টি এবং পোস্টম্যান পদে ২,১২১টি শূন্যপদ রয়েছে। ঠিক হয়েছে, ২০১৮ সালের ১লা এপ্রিল থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এমটিএস ও পোস্টম্যান পদে কত শূন্যপদ রয়েছে, তা খতিয়ে দেখা হবে। সেগুলি ২০২২ সালের শূন্যপদের সঙ্গে যোগ করতে হবে। এরপর নিয়ম মেনে ওইসব শূন্যপদে নিয়োগ করা হবে। 

তবে যেসব শূন্যপদ আদালতে বিচারাধীন রয়েছে, তা এর সঙ্গে যুক্ত যাবে না। বিএমএস অনুমোদিত ভারতীয় পোস্টাল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সার্কেল সেক্রেটারি শুভ্রদীপ চৌধুরী বলেন, ২০১৮ সাল থেকে নানা কারণে প্রচুর শূন্যপদ পড়ে রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি সার্কেলেই সব মিলিয়ে প্রচুর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।


এই চাকরির আবেদন প্রক্রিয়া শুরু হলে আমাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে | দৈনিক রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির বিজ্ঞপ্তি দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন | 

Official Notice :- Click Here
More Job News :- Click Here
Join Telegram Group :- Click Here