রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর | রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্পে নতুন কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | আবেদন করার জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন এবং কিভাবে আবেদন করবেন তা নিচের উল্লেখ করা হয়েছে - - -

১) ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর হসপিটাল :- 

শিক্ষাগত যোগ্যতা :- উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের পোস্ট গ্র্যাজুয়েট পাশ করে থাকতে হবে সাথে হসপিটাল ম্যানেজমেন্টে ডিপ্লোমা কোর্স পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

  প্রার্থীদের যদি কম্পিউটার ডিপ্লোমা কোর্স করা থাকে তাহলে অগ্রাধিকার পেয়ে যাবেন |

শূন্যপদ :- মোট ১টি শূন্যপদে নিয়োগ করা হবে |

বয়স :- আগ্রহী প্রার্থীদের বয়স ২৫/০৫/২০২২ তারিখ অনুযায়ী ৪০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন |

বেতন :- উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ২৮,৬৬২/- টাকা বেতন দেওয়া হবে |

নিয়োগ পদ্ধতি :- উক্ত পদে আবেদন করলে প্রার্থীদের ৭৫ নম্বরের লিখিত পরীক্ষা, ২০ নম্বরের কম্পিউটার টেস্ট এবং ৫ নম্বরের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া আবেদন ডাউনলোড করে সেটিকে সঠিক ভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে | আরও জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন |

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা :-
Health Section (1st floor), Office of the District Magistrate & Collector, North 24 Parganas, Barasat.

আবেদনপত্রের সাথে যেসব ডকুমেন্ট জমা দিতে হবে :- 

1.সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট

2.পাসপোর্ট সাইজের ফটোকপি

3. আধার কার্ড অথবা ভোটার কার্ড

4.কাস্ট সার্টিফিকেট যদি চাকরিপ্রার্থীর থেকে থাকে

5 বয়সের প্রমাণপত্র অথবা মাধ্যমিকের এডমিট কার্ড

6. অন্যান্য কোন যোগ্যতা অথবা অভিজ্ঞতার ডকুমেন্টস (যদি থাকে)

আবেদন চলবে :- আগামী ১০ই জুন ২০২২ তারিখ বিকাল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন |

Important Links :- 

Official Notification
Application Form