রাজ্যে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে ২৩টি জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন | কিভাবে আবেদন করবেন এবং কোন কোন পদে নিয়োগ করা হবে তা নিচে উল্লেখ করা হয়েছে - - -


১) Bench Clerk-I :-
যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে, সাথে কম্পিউটারে টাইপিং করার দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- মোট ১টি শূন্যপদে নিয়োগ করানো হবে |

২) Clerk-cum-Typist :-
যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন | সাথে যদি ইংরেজিতে টাইপিং করার দক্ষতা থেকে থাকে তাহলে অগ্রাধিকার পেয়ে যাবেন |

শূন্যপদ :- মোট ১টি শূন্যপদে নিয়োগ করানো হবে |

বয়সসীমা :- 
উভয়ই পদের ক্ষেত্রে ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে প্রার্থীদের বয়স হয়ে থাকলে আবেদন যোগ্য | তবে SC/ST - শ্রেণীর প্রার্থীরা ৫ বছর, OBC- শ্রেণীর প্রার্থীরা ৩ বছর এবং শারীরিক প্রতিবন্ধী (PH) প্রার্থীরা ২ বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন |

বেতন :-
Bench Clerk ও Clerk-Cum-Typist - উভয়ই পদের ক্ষেত্রে প্রতি মাসে ১০,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে |

আবেদন ফি :- 
উক্ত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের কোনো আবেদন ফি জমা দিতে হবে না | প্রার্থীরা সম্পূর্ন বিনামূল্যে আবেদন করতে পারবেন |

আবেদন পদ্ধতি :-
আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিন | বিজ্ঞপ্তির সাথে একটি আবেদন পত্র পেয়ে যাবেন, ওই আবেদন পত্রটি A4 পেজে প্রিন্ট করে সঠিক ভাবে পূরণ করে এবং সাথে প্রয়োজনীয় নথি একত্রিত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে |

আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :- 
OFFICE OF THE JUDGE, SPL. (CBI) COURT NO.3, & 2nd SPL. NIA COURT, CALCUTTA 

BICHAR BHAWAN (2nd Floor), 2 & 3 Bank shall Street, Kolkata-700001.

আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ :- 
আগামী ৩১শে মে ২০২২ তারিখে মধ্যে আবেদনপত্রটি পোস্ট অফিসের মাধ্যমে জমা দিতে হবে | আরও জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন |

Official Notice :- Click Here 
Application Form :- Click Here 
Join Telegram Group :- Click Here