রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর | রাজ্যে কমান্ড হাসপাতালে Group-D পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | কোন কোন পদে নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে - -

Advertisement Publish Date :- 30th April 2022 

Post Name & Eligibility Criteria :-

১) বারবার :- মাধ্যমিক পাশে নিয়োগ |
শূন্যপদ :- ৯টি শূন্যপদ |
বয়সসীমা :- ১৮-২৫ বছর |

২) চৌকিদার :- মাধ্যমিক পাশে নিয়োগ |
শূন্যপদ :- ১২টি শূন্যপদ |
বয়সসীমা :- ১৮-২৫ বছর |

৩) লোয়ার ডিভিশন ক্লার্ক :-
ক) উচ্চ-মাধ্যমিক পাশ করে থাকতে হবে |
খ) কম্পিউটারে টাইপিং করার দক্ষতা থাকতে হবে |
শূন্যপদ :- ৩টি শূন্যপদ |
বয়সসীমা :- ১৮-২৫ বছর |

৪) সাফাইওয়ালা :- মাধ্যমিক পাশে নিয়োগ |
শূন্যপদ :- ৩৫টি শূন্যপদ |
বয়সসীমা :- ১৮-২৫ বছর |

৫) হেল্থ ইনস্পেক্টর :- 
ক) মাধ্যমিক পাশ করে থাকতে হবে |
খ) Sanitary Inspector কোর্সের সার্টিফিকেট থাকতে হবে |
শূন্যপদ :- ১৮টি শূন্যপদ |
বয়সসীমা :- ১৮-২৭ বছর |

৬) কুক :- 
ক) মাধ্যমিক পাশ করে থাকতে হবে |
খ) ভারতীয় খাবার রান্না করার অভিজ্ঞতা থাকতে হবে |
শূন্যপদ :- ৩টি শূন্যপদ |
বয়সসীমা:- ১৮-২৫ বছর |

৭) ট্রেডসম্যান মেট :- শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকতে হবে |
শূন্যপদ :- ৮টি শূন্যপদ |
বয়সসীমা :- ১৮-২৫ বছর |

৮) ওয়ার্ড সহায়িকা :- শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকতে হবে |
শূন্যপদ :- ৫৩টি শূন্যপদ |
বয়সসীমা :- ১৮-২৫ বছর |

৯) ওয়াশারম্যান :- 
ক) শুধুমাত্র মাধ্যমিক পাশ করে থাকতে হবে |
খ) Military/Civilian কাপড় পরিষ্কার করার দক্ষতা থাকতে হবে |
শূন্যপদ :- ১৭টি শূন্যপদ |
বয়সসীমা :- ১৮-২৫ বছর |

সব পদের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | প্রার্থীদের ১০০/- টাকার একটি পোষ্টাল স্ট্যাম্প দিয়ে "Commandant, Command Hospital (EC) Aplipore, Kolkata - 700027" - এই ঠিকানায় আবেদন পত্র পাঠাতে হবে |

আবেদন শুরু :- আবেদন শুরু হয়েছে গিয়েছে |

আবেদন চলবে :- আবেদন শুরুর দিন থেকে (৩০শে এপ্রিল ২০২২) ৪৫ দিন পর্যন্ত আবেদন করতে পারবেন |


Official Notice :- Click Here 
Application Form :- Click Here 
Join Telegram Group :- Click Here