সরকারি চাকরির দুর্নীতি নিয়ে তো অনেক কথা আমরা শুনেছি | এবার সরাসরি চাকরির পরীক্ষায় দুর্নীতি করলো পরীক্ষার্থীর | গতকাল পশ্চিমবঙ্গ পুলিসের কনস্টেবল পদের মূল পর্বের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল | সেখানে ধরা পড়লো প্রায় শতাধিক ভুয়ো পরীক্ষার্থী | বিস্তারিত জেনে নিন - - - 

কনস্টেবল পদে পাঁচ হাজার নিয়োগ। তার লিখিত পরীক্ষা ছিল রবিবার। রাজ্যজুড়ে বিভিন্ন কেন্দ্র মিলিয়ে পরীক্ষার্থী ছিলেন কয়েক লক্ষ। সেই পরীক্ষায় ধরা পড়ল একশোরও বেশি ভুয়ো পরীক্ষার্থী। এই ঘটনায় যে আন্তঃরাজ্য চক্র জড়িয়ে, সেবিষয়ে একপ্রকার নিশ্চিত ছিলেন পুলিসকর্তারা। সেই আশঙ্কাই সত্যি হয় রাতে। সন্তোষকুমার নামে বিহারের এক বাসিন্দাকে গ্রেপ্তার করে বিধাননগর কমিশনারেট। এই চক্র সে নিয়ন্ত্রণ করত বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। বিধাননগর কমিশনারেটের ডিসি (হেডকোয়ার্টার্স) দেবস্মিতা দাস বলেন, ‘ভুয়ো পরীক্ষার্থী ঘটনায় ১২টি মামলা রুজু হয়েছে। ৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে সন্তোষকুমার নামে এই চক্রের এক পান্ডাও আছে। বাড়ি বিহারের বাঁকা জেলায়।’
রাজ্য পুলিসের এক কর্তা জানান, চক্রটি নিয়ন্ত্রিত হচ্ছে মূলত বিহার থেকে। পরীক্ষার্থীপিছু ৫০ হাজার থেকে ১ লাখ টাকায় রফা হয়। আসল পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডে ভুয়ো পরীক্ষার্থীর ছবি লাগানো, পরীক্ষায় বসার অন্যান্য কাগজপত্র জাল করা, ভুয়োদের হোটেলে রাখা, থাকা-খাওয়ার বন্দোবস্ত করা—সবটাই সংগঠিতভাবে করেছে ওই চক্র। কড়া পুলিসি নজরদারি থাকায় পার পায়নি দোষীরা। হাতেনাতে ধরা পড়েছে। রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সল্টলেক, লেকটাউন, হাওড়া, খড়দহ, শিলিগুড়ি সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অন্তত শতাধিক ভুয়ো প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিভিন্ন জেলা সূত্রের খবর, কনস্টেবল নিয়োগের পরীক্ষায় ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে আসা ৭ জন ভুয়ো পরীক্ষার্থীকে এদিন গ্রেপ্তার করে  বিধাননগর উত্তর থানার পুলিস। একই অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করে লেকটাউন থানা। উল্লেখযোগ্য বিষয় হল, তাদের মধ্যে ১৭ জন জাল পরীক্ষার্থীর সঙ্গে ছিলেন ২ জন আসল পরীক্ষার্থীও। রাতে বিধাননগর দক্ষিণ ও নিউটাউন থানা আরও ১১ জনকে গ্রেপ্তার করে। তখনই গ্রেপ্তার হয় সন্তোষ। খড়দহে গ্রেপ্তার হয় এই চক্রের এজেন্ট সহ ৩৮ জন ভুয়ো পরীক্ষার্থী।

 বারাকপুর কমিশনারেটের গোয়েন্দারা গোপন সূত্রে খবর পেয়ে খড়দহের কাঁচকল এলাকার এক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করে। হাওড়ার ব্যাঁটরা থানা এলাকার রাজলক্ষ্মী বিদ্যালয় থেকে আটক করা হয় ১০ ভুয়ো পরীক্ষার্থীকে। শিলিগুড়িতেও ধরা পড়ে ১১ জন ভুয়ো পরীক্ষার্থী। প্রধাননগর ও মাটিগাড়া থানা এলাকার তিন পরীক্ষাকেন্দ্রে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে, ধৃতদের অধিকাংশই বিহারের বাসিন্দা। মালদহ ও উত্তর দিনাজপুরের পরীক্ষার্থীদের হয়ে অভিযুক্তরা পরীক্ষা দিতে এসেছিল। ওয়াকিবহাল মহলের মতে, গত বছরও কনস্টেবল পরীক্ষার সময় এই চক্রটি সক্রিয় ছিল।

Download This Article :- Click Here 
Join Our Telegram :- Click Here