রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | রাজ্যে স্বাস্থ্য দপ্তরে প্রহরী (Warden) পদে নতুন কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | কিভাবে আবেদন করবেন এবং শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে -

Advt. NO. R/warden/36/2022

১) পদের নাম :- প্রহরী (Warden)
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

শুন্যপদ :- মোট ১৬৫টি শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন |

বেতন :- উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ৫,৪০০/- টাকা থেকে ২৫,২০০/- টাকা সাথে ২,৬০০/- টাকা গ্রেড পে দেওয়া হবে |

বয়সসীমা :- আবেদনকারী প্রার্থীদের বয়স ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

আবেদন ফি :- উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থীদের ১৬০/- টাকা আবেদন ফি বাবদ অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে |

নিয়োগ পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের অ্যাকাডেমিক পরীক্ষার প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে | অ্যাকাডেমিক পরীক্ষার (Madhyamik) নম্বরে থাকবে ৮৫ নম্বর এবং ১৫ নম্বরের ইন্টারভিউ নেওয়া হবে |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | আরও জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন |

আবেদন শুরু :- আগামী ১৭ই জুন ২০২২ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে |

আবেদন চলবে :- আগামী ৩০শে জুন ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন |

[চাকরি সংক্রমণ সব ধরণের খবর পেতে আমাদের ওয়েবসাইট প্রতিদিন ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেল "Career Dot Com" টিকে Subscribe করে রাখুন


Important Links :- 

Official Notification
Apply Online