রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | WBPSC - এর মাধ্যমে রাজ্যে প্রচুর ফায়ারম্যান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার কথা বললেন পশ্চিমবঙ্গের দমকল মন্ত্রী সুজিত বসু | খুব শীঘ্রই এই নিয়োগ শুরু হতে চলেছে বলেও জানিয়েছেন | ২০২২ সালের মধ্যেই রাজ্যে দমকল বিভাগে নতুন কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে | যেখানে রাজ্যের প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবেন | আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে - - -

নিয়োগকারী সংস্থা :- WBPSC (West Bengal Public Service Commission) 

১) পদের নাম :- ফায়ারম্যান (Fireman)

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকার স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

বয়সসীমা :- প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

শূন্যপদ :- মোট ১৫০০টি শূন্যপদে নতুন কর্মী নিয়োগ করানো হবে |

বেতন :- উক্ত পদে প্রতি মাসে ৫,৪০০/- টাকা থেকে ২৫,২০০/- টাকা সাথে ২,৬০০/- টাকা গ্রেড পে দেওয়া হবে |

আবেদন ফি :- প্রার্থীদের ১১০/- টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে | তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কোনো আবেদন ফি নেওয়া হবে না |

শরীরক মাপযোগ :- উচ্চতা হতে হবে ১৬৭ সেমি (সংরক্ষিত প্রার্থীদের ১৬০ সেমি) এবং বুকের ছাতি না ফুলিয়ে ৮১.৩ সেমি এবং ফুলিয়ে ৮৬.৩ সেমি |

ক) দৌড় থাকবে ১০০০ মিটার, যার সময়সীমা থাকবে ৫ মিনিট |

  এছাড়াও হাই জাম্প ও অন্যান্য পরীক্ষার বিষয় জানতে পারবেন অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে |

নিয়োগ পদ্ধতি :-
ক) লিখিত পরীক্ষা 
খ) শারীরিক পরিমাপ পরীক্ষা
গ) সহ্যশক্তির পরীক্ষা
ঘ) ব্যক্তিত্ব পরীক্ষা

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | প্রার্থীরা WBPSC- এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন |

কিছু দিনের মধ্যেই এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে | বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে |


Official Website :- Click Here
Join Telegram Group :- Click Here