রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | Flipkart-এ প্রচুর শূন্যপদে নতুন কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবেন | কোন কোন পদে নিয়োগ করা হবে এবং শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তা নিচে আলোচনা করা হয়েছে - 

*যেই নাম্বার থেকে লিংক টি পেয়েছ সেই নাম্বার টি নিজের ফোনে সেভ না করলে লিংক কাজ না ও করতে পারে।*

*হরিণঘাটা ফ্লিপকার্ট MH ডকে লোডিং আনলোডিং এর জন্যে প্রচুর পুরুষ নিয়োগ চলছে আর্কোসের বিরোহির ডাকঘর অফিসে।*

*কোনো ইন্টারভিউ দিতে হবেনা শুনস্থান অনুযায়ী সরাসরি নিয়গ চলেছে।*

*প্রয়োজন অনুপাতে দীর্ঘ মেয়াদি কাজ কোনো রখম কোনো চুক্তিপত্র বা যোগদান পত্র ছাড়াই।*

অবশ্যই মনে রাখবেন এইটি সম্পূর্ণ ডকের কাজ গাড়িতে মাল লোডিং ও আনলডিং করার কাজ অন্য কোনো কাজ ভেবে অনুগ্রহ করে ভুল করবেন না।

*শিক্ষাগত যোগ্যতা:-* নূন্যতম নাম সই জানতে হবে এবং ইংরেজি ও বাংলাতে যে কোনো জায়গার নাম রিডিং পড়তে পারলেই হবে।

*বয়স সীমা:-*  নূন্যতম ১৮ থেকে ৪০ বছর।

*যোগদানের শুরুতে দৈনিক ভিত্তিক বেতন দেওয়া হবে এবং সেই বেতনটি কোম্পানির কিছু নূন্যতম নিয়ম ও তারিখ অনুযায়ী ক্যাশ টাকা প্রদান করা হবে নির্দিষ্ট দিনে এবং এই সময় অব্ধি আপাতত তোমার বেতন হবে:-* ৩৫০/- টাকা প্রতিদিন/রাত হিসাবে। (খাবার ও স্নেক্স সম্পূর্ণ ফ্রি)

*কিছু দিন ভালো ভাবে কাজ করলে এবং শিফ্টের TL -রা তোমাদের পার্মানেন্ট হিসাবে রাখতে চাইলে তখন সেই ক্ষেত্রে তোমার বেতন বেড়ে দাঁড়াবে আনুমানিক ১১০০০/- প্রতিমাসে।*

*পার্মানেন্ট হওয়ার পরে সমস্ত কিছু কেটে হাতে পাবে:-* ৭৭৪৩/- এবং তখন PF ও ESIC এর সুবিধাও পাবে।
*এটান্ডেন্স বোনাস:-* ১৫০০/- (প্রতি মাসে ৪ দিন সাপ্তাহিক ছুটি ব্যাতিত সম্পূর্ণ ২৬ টিডিটিতে উপস্থিত হলে)
*লিভ ইনকারিজমেন্ট:-* ৬৯২/- (প্রতি মাসের ৪ দিন সপ্তাহিক ছুটির মধ্যে কোনো একদিন সপ্তাহিক ছুটিতে কাজ করলে।)
*নাইট বোনাস:-* ১২০/- (প্রতিমাসে নূন্যতম ৭ এবং সর্বাধিক ১৩ দিন সাপ্তাহিক হিসাবে নাইট ডিউটি করা বাধ্যতামূলক)
*ওভার টাইম:-* কোম্পানির ঘোষণা অনুযায়ী।
*ডিউটির সময় খাবার ও স্নেক্স সম্পূর্ণ ফ্রি পাবেন।*

*কাজে যোগদানের দিন ও পরের করণীয়:-*
১) আধার কার্ডের জেরক্স সঙ্গে আনতে হবে। (আধার কার্ডে নিজের সম্পূর্ণ জন্ম তারিখ উল্লেখ না থাকলে জয়েনিং হবেনা)
২) পাসপোর্ট সাইজ ফটো আনতে হবে।
৩) ব্যাংকের পাস বই অথবা বাতিল চেক আনতে হবে।
৪) শু (বুট) জুতো পরে আসতে হবে।
৫) সঙ্গে নূন্যতম জিও ফোন অথবা অ্যান্ড্রয়েড ফোনে আরোগ্য সেতু অ্যাপস ইনস্টল করে আনতে হবে।
৬) অবশ্যই লকারে নিজের জিনিস পত্র রাখার জন্য একটি ছোট্ট তালা কিনে অনতে হবে।
৭) প্রথম যোগদানের দিন শিফ্ট শুরুর ২ ঘন্টা আগে আসতে হবে।

*শিফ্টের নিয়ম:-*
১) সকাল ৬ টা থেকেই দুপুর ২ তো (মর্নিং/A-শিফ্ট)
২) দুপুর ১২ টা থেকে রাত্রি ৯ টা (ইভিনিং/ডে/B -শিফ্ট)
৩) রাত্রি ৯ টা থেকে সকাল ৬ টা (নাইট/C -শিফ্ট)
(সাপ্তাহিক হিসাবে বা প্রয়োজন অনুসারে সমস্ত শিফ্টেই কোম্পানির নির্দেশ অনুযায়ী কাজ করা বাধ্যতামূলক)

*আর্কোস অফিসের ঠিকানা:-*
ডাকঘর টেলিফোন এক্সচেঞ্জ অফিসের উল্টো দিকে (ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের কাছে)

*গুগুল ম্যাপের লিংকে অফিসের ঠিকানা:-*

*বিঃদ্রঃ*:- লিঙ্কে আবেদনের পর সর্বদা নিজের ফোনেটি কাছে রাখবে কারন যে কোনো দিন তোমকে ফোন করে সরাসরি কাজে যোগদান করার প্রস্তাব যেতে পারে।

*মনে রাখবেন এইটি সম্পূর্ণ ফ্রি কাজ কোনো রখম কোনো প্রলোভনে পা দেবেন না এবং কাওকে কোনো প্রকার কোনো টাকা দেবেন না। কাজ সম্পর্কে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে ওপরে সুতরাং সেটি ভালোভাবে পড়ে তারপরেই কাজে যোগদান করিবেন।*

*আর্কোস লজিষ্টিক্স সার্ভিসেস প্রাইভেট লিমিটেড*

*সহযোগিতা:-*
HR প্রভাকর চক্রবর্তী:- 6294868507

Important Links :- 

Official Notice
Apply Online