রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে প্রচুর শূন্যপদে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে | যেখানে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করানো হবে | পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | কোন কোন পদে নিয়োগ করা হবে এবং কবে থেকে আবেদন শুরু হবে তা নিচে উল্লেখ করা হয়েছে - - -

ফের স্বাস্থ্যে নিয়োগ। এইবার চিকিৎসক, শিক্ষক চিকিৎসক, ফার্মাসিস্ট, ফুড সেফটি অফিসার, ওয়ার্ডেন সহ ১২ ধরনেরও বেশি ক্যাডারে নিয়োগ করছে স্বাস্থ্যদপ্তরের কর্মী নিয়োগকারী সংস্থা ওয়েস্থ। বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড (ডব্লুবিএইচআরবি)। নিয়োগ হচ্ছে চার হাজারেরও বেশি পদে। এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জিডিএমও, মেডিক্যাল অফিসার, ফার্মাসিস্ট, হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট, ফুড সেফটি
অফিসার মিলিয়ে নিয়োগ হচ্ছে ৩৫৯৫ পদে। এছাড়াও লাইব্রেরিয়ান, জুনিয়র ও সিনিয়র সায়েন্টিফিক অফিসার, পাবলিক অ্যানালিস্ট, লেকচারার, রিডার, প্রিন্সিপাল, রেডিয়েশন সেফটি অফিসার, ডিরেক্টর ইত্যাদি পদেও
নিয়োগ করা হচ্ছে।

ডব্লুবিএইচআরবি সূত্রের খবর, এর মধ্যে ১১০২ জন জিডিএমও পদে সদ্য সদ্য নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।শুক্রবারই তার সম্পূর্ণ তালিকা তুলে দেওয়া হয়েছে স্বাস্থ্যভবনের হাতে। শীঘ্রই বিজ্ঞাপন বেরতে পারে সিনিয়র আয়ুর্বেদ মেডিক্যাল অফিসার, শ্যামাদাস বৈদ্য শাস্ত্রপীঠ, বিভিন্ন কলেজ অব নার্সিং-এর সিনিয়র লেকচারার, রিডার, ক্লিনিক্যাল ইনস্ট্রাকটর, প্রফেসর এবং ডিরেক্টর অব ড্রাগস কন্ট্রোলে নিয়োগের। প্রায় ১৩০০ জিডিএমও এবং সাতশোর কাছকাছি মেডিক্যাল অফিসার পদে নিয়োগের বিজ্ঞাপনও বেরতে পারে শীঘ্রই।


ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়া বিভিন্ন ক্যাডারের মধ্যে যে ক'টি পদে চাকরির আবেদন সবচেয়ে বেশি এসেছে, সেগুলি হল— ফুড সেফটি অফিসার (এফএসও), ফার্মাসিস্ট (গ্রেড ৩), হোমিওপ্যাথিক ফার্মাসিস্ট এবং লাইব্রেরিয়ান। এর মধ্যে ৪৪টি এফএসও পদের জন্য সবচেয়ে বেশি, সাড়ে ছয় হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। ১৬৭ জন গ্রেড ৩ ফার্মাসিস্টের জন্যও আবেদন জমা পড়েছে সাত হাজারেরও বেশি। ১২টি লাইব্রেরিয়ান পদের জন্য জমা পড়েছে আড়াই হাজারেরও বেশি আবেদন।

উল্লেখযোগ্য বিষয় হল, দীর্ঘদিন চিকিৎসক ও শিক্ষক চিকিৎসকদের সরকারি চাকরিতে আসার তেমন উৎসাহ ছিল
না। এক্ষেত্রেও ব্যতিক্রমী চিত্র দেখা গিয়েছে এবারের নিয়োগে। দুশোর বেশি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য এক হাজারের বেশি তরুণ চিকিৎসক আবেদন জমা করেছেন। ফলে পরিস্থিতি পাল্টাতে শুরু করেছে বলে আশাবাদী স্বাস্থ্যকর্তারা। এ বিষয়ে শনিবার ডব্লুবিএইচআরবি'র চেয়ারম্যান ডাঃ সুদীপ্ত রায় বলেন, সমস্ত বিষয়ে খুঁটিনাটি যাচাই করে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চলছে। আশা করছি, পুজোর আগেই সবক'টি পদে নিয়োগ আমরা সম্পন্ন করতে পারব।

এই চাকরির সম্পূর্ন বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমাদের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে | প্রতিদিন নিত্য নতুন চাকরির বিজ্ঞপ্তি দেখতে অবশ্যই আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে থাকুন |


Join Telegram Group :- Click Here