রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | ভারতীয় উপকূল বাহিনীতে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে সব জেলা থেকে আবেদন করতে পারবেন | কোন কোন পদে নিয়োগ করানো হবে এবং শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে -


১) পদের নাম :- Navik (General Duty)
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে বিজ্ঞান বিভাগে (অঙ্ক ও ফিজিক্স) উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- মোট ২২৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

২) পদের নাম :- Navik (Domestic Branch)
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- মোট ৪০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

৩) পদের নাম :- Yantrik
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে | সাথে Electrical/Mechanical/Electronics Telecommunication - এ ডিপ্লোমা কোর্স পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- মোট ৩৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বয়সসীমা :- উভয়ই পদের ক্ষেত্রে প্রার্থীদের আবেদন করার জন্য জন্ম ১লা মে ২০০১ সাল থেকে ৩০শে এপ্রিল ২০০৫ সালের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

আবেদন ফি :- GEN/OBC/EWS শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ২৫০/- টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে | তবে SC/ST শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি জমা দিতে হবে না |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | আরও জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন |

আবেদন শুরু :- আগামী ৮ই সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে |

আবেদন চলবে :- আগামী ২২শে সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন |


Important Links :- 

Official Notice
Apply Online
 8th September 2022


(প্রতিদিন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির আপডেট গুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের YouTube চ্যানেল "Career Dot Com" Subscribe করে রাখতে পারেন | প্রতি সপ্তাহের কর্মসংস্থান পেপার PDF আমরা বিনামূল্যে আমাদের এই ওয়েবসাইটে দিয়ে থাকি |