রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | ভারতীয় রেলে প্রচুর শূন্যপদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে | যেখানে মাধ্যমিক পাশ সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে আবেদন করতে পারবেন | কোন কোন পদে নিয়োগ করানো হবে এবং শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে - - 


১) পদের নাম :- RRB NTPC
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো শাখায় ডিগ্রি কোর্স পাশ করে থাকতে হবে এবং সাথে টাইপিং করার অভিজ্ঞতা থাকতে আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- মোট ৩৫,২২৭ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

২) পদের নাম :- RPF কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর 
শিক্ষাগত যোগ্যতা :- কনস্টেবল পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে |

সাব-ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো শাখায় স্নাতক ডিগ্রি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- মোট ৯,৭৩৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |


৩) পদের নাম :- RRB Group-D 
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সাথে সংশ্লিষ্ট শাখায় ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- মোট ৬২,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |


৪) পদের নাম :- RRB ALP
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সাথে সংশ্লিষ্ট শাখায় Apprenticeship ট্রেনিং/ ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন | অথবা, বিজ্ঞান বিভাগে ( Physics & Math) বিষয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেও আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- মোট ২৬,০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |


৫) পদের নাম :- RRB Paramedical Staff
শিক্ষাগত যোগ্যতা :- একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে হেমোডায়ালাইসিস কাজের দুই বছরের অভ্যন্তরীণ প্রশিক্ষণ/অভিজ্ঞতা (আবেদনের সময় নথির প্রমাণ আপলোড করতে হবে।) বিএসসি (অপ্টোমেট্রি) বা ডিপ্লোমা ইন অফথালমিক টেকনিশিয়ান (3/4 বছর মেয়াদী)।

শূন্যপদ :- মোট ১,৯৩৭ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

৬) পদের নাম :- Junior Engineer, JE, CM, DMS
শিক্ষাগত যোগ্যতা :- জুনিয়র ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে যেকোনো সরকারি স্বীকৃত ইউনিভার্সিটি/ ইন্সটিটিউট থেকে ইঞ্জিনিয়ারিং - এ ডিপ্লোমা/ডিগ্রি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

জুনিয়র ইঞ্জিনিয়ার (IT) পদের ক্ষেত্রে PGDCA/B.Sc/B.Tech/BCA in Computer Science or IT - পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

Depot Material Superintendent (DMS) পদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং - এ ডিগ্রি/ডিপ্লোমা পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- মোট ১৪,০৩৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

৭) পদের নাম :- RRC Group-D 
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সাথে সংশ্লিষ্ট শাখায় ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- মোট ১,০৩,৭৬৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |


৮) পদের নাম :- Ticket Collector & Goods Guard 
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে ৫০% নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- উল্লেখ করা হয়নি |

উপরে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এবং শূন্যপদ সংখ্যা উল্লেখ করা হয়েছে | পরীক্ষার সিলেবাস এবং শারীরিক মাপযোগ (RPF Constable/Sub-Inspector) কি প্রয়োজন তা অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে জানিয়ে দেওয়া হবে |

   আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হবে, তাও এখনও ঠিক হয়নি, যদিও ২০২৩ সালের মধ্যে উপরে উল্লেখিত সব শূন্যপদ পূরণ করবে বলে কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে | তাই আশা করা যায় কিছু দিনের মধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে |  

Important Links :- 

Official Notice
Available Soon
Apply Online
 Available Soon


(প্রতিদিন রাজ্য ও কেন্দ্রীয় সরকারের চাকরির আপডেট গুলি সবার আগে পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করুন এবং আমাদের YouTube চ্যানেল "Career Dot Com" Subscribe করে রাখতে পারেন | প্রতি সপ্তাহের কর্মসংস্থান পেপার PDF আমরা বিনামূল্যে আমাদের এই ওয়েবসাইটে দিয়ে থাকি |