রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | ২রা আগস্ট ২০২২ তারিখে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের মেন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে | ১৭ই আগস্ট থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে | খুব তাড়াতাড়ি জয়েনিং ও হয়ে যাবে | এর মধ্যে আবারও নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে | এই বছর পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে কত শূন্যপদ থাকবে এবং কবে থেকে আবেদন শুরু হতে চলেছে তা নিচে উল্লেখ করা হয়েছে - -

পদের নাম :- কনস্টেবল ও লেডি কনস্টেবল |

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

বয়সসীমা :- ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে | তবে SC/ST - প্রার্থীরা ৫ বছর এবং OBC - প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন |

বেতন :- প্রার্থীদের প্রতি মাসে ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা বেতন দেওয়া হবে |

শূন্যপদ :- ২০২২ সালের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের প্রায় ৯ হাজার শূন্যপদ থাকবে |

শারীরিক মাপযোগ :-
ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৭ সেমি (সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ১৬০ সেমি), ওজন হতে হবে ৫৭ কেজি (সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৫৩ কেজি), বুকের ছাতি না ফুলিয়ে ৭৮ সেমি এবং ফুলিয়ে ৮৩ সেমি (সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৭৬-৮১ সেমি | দৌড় থাকবে ১৬০০ মিটার যার সময়সীমা থাকবে ৬ মিনিট ৩০ সেকেন্ড |

মেয়েদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬০ সেমি (সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ১৫২ সেমি), ওজন হতে হবে ৪৯ কেজি (সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ কেজি)| দৌড় থাকবে ৮০০ মিটার যার সময়সীমা থাকবে ৪ মিনিট |

নিয়োগ পদ্ধতি :- প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা, শরীরক মাপযোগ পরীক্ষা, শরীরক সক্ষমতা পরীক্ষা, মেন পরীক্ষা, ইন্টারভিউ, ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে |

পরীক্ষার সিলেবাস :-
১) প্রিলিমিনারি পরীক্ষা :-
ক) General Awareness & General Knowledge :- 50 Marks.
খ) Elementary Mathematics :- 30 Marks.
গ) Reasoning :- 20 Marks.

২) মেন পরীক্ষা :-
ক) General Awareness & General Knowledge :- 25 Marks.
খ) English :-25 Marks.
গ) Elementary Mathematics :- 20 Marks.
ঘ) Reasoning & Logical Analysis :- 15 Marks.

ইন্টারভিউ - তে থাকবে ১৫ নাম্বার |

আবেদন ফি :- প্রার্থীদের ১৭০/- টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে | তবে SC/ST - প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র ২০/- টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে | আবেদন ফি অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতির মাধ্যমে জমা দিতে পারবেন |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | আবেদন প্রক্রিয়া শুরু হলে আমাদের ওয়েবসাইটে আবেদন করার লিঙ্ক দেওয়া হবে |

আবেদন শুরু :- আবেদন প্রক্রিয়া শুরু হবে সেপ্টেম্বর/অক্টোবর মাস থেকে | অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে জানিয়ে দেওয়া হবে |


Join Telegram Group :- Click Here

More Job News :- Click Here