রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | ২রা আগস্ট ২০২২ তারিখে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদের মেন পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে | ১৭ই আগস্ট থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে | খুব তাড়াতাড়ি জয়েনিং ও হয়ে যাবে | এর মধ্যে আবারও নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে | এই বছর পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পদে কত শূন্যপদ থাকবে এবং কবে থেকে আবেদন শুরু হতে চলেছে তা নিচে উল্লেখ করা হয়েছে - -
পদের নাম :- কনস্টেবল ও লেডি কনস্টেবল |
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |
বয়সসীমা :- ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে | তবে SC/ST - প্রার্থীরা ৫ বছর এবং OBC - প্রার্থীরা ৩ বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন |
বেতন :- প্রার্থীদের প্রতি মাসে ২২,৭০০/- টাকা থেকে ৫৮,৫০০/- টাকা বেতন দেওয়া হবে |
শূন্যপদ :- ২০২২ সালের পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের প্রায় ৯ হাজার শূন্যপদ থাকবে |
মেয়েদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬০ সেমি (সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ১৫২ সেমি), ওজন হতে হবে ৪৯ কেজি (সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৪৫ কেজি)| দৌড় থাকবে ৮০০ মিটার যার সময়সীমা থাকবে ৪ মিনিট |
নিয়োগ পদ্ধতি :- প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা, শরীরক মাপযোগ পরীক্ষা, শরীরক সক্ষমতা পরীক্ষা, মেন পরীক্ষা, ইন্টারভিউ, ভেরিফিকেশন এবং মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করানো হবে |
ইন্টারভিউ - তে থাকবে ১৫ নাম্বার |
আবেদন ফি :- প্রার্থীদের ১৭০/- টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে | তবে SC/ST - প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র ২০/- টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে | আবেদন ফি অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতির মাধ্যমে জমা দিতে পারবেন |
আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | আবেদন প্রক্রিয়া শুরু হলে আমাদের ওয়েবসাইটে আবেদন করার লিঙ্ক দেওয়া হবে |
আবেদন শুরু :- আবেদন প্রক্রিয়া শুরু হবে সেপ্টেম্বর/অক্টোবর মাস থেকে | অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হলে জানিয়ে দেওয়া হবে |
Join Telegram Group :- Click Here
More Job News :- Click Here
0 Comments