রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর | বিহার সিভিল জজ কোর্টে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে পশ্চিমবঙ্গের সব জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | কোন কোন পদে নিয়োগ করানো হবে শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে - - -

এই নিয়োগটি বিহার সিভিল কোর্টের হলেও, একজন ভারতীয় নাগরিক হয়ে থাকলে যেকোনো রাজ্য থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন |

১) পদের নাম :- Clerk

শিক্ষাগত যোগ্যতা :-
যেকোনো সরকারি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন | সাথে কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে |

শূন্যপদ সংখ্যা :-
মোট ৩,৩২৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বয়সসীমা :-
০১/০৯/২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২১ বছর থেকে ৩৭ (মেয়েদের ক্ষেত্রে ২১-৪০ বছর) বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

২) পদের নাম :- Stenographer

শিক্ষাগত যোগ্যতা :-
যেকোনো সরকারি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকতে হবে এবং সাথে স্টেনোগ্রাফি সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন | প্রার্থীদের যদি কম্পিউটার টাইপিং করার দক্ষতা থাকতে তাহলে অগ্রাধিকার পেয়ে যাবেন |

শূন্যপদ সংখ্যা :-
মোট ১,৫৬২ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বয়সসীমা :-
০১/০৯/২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২১ বছর থেকে ৩৭ (মেয়েদের ক্ষেত্রে ২১-৪০ বছর) বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

৩) পদের নাম :- Court Reader-cum Deposition Writer

শিক্ষাগত যোগ্যতা :-
যেকোনো সরকারি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যেকোনো শাখায় ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন | সাথে কম্পিউটারে টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে |

শূন্যপদ সংখ্যা :-
মোট ১,১৩২ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বয়সসীমা :-
০১/০৯/২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২১ বছর থেকে ৩৭ (মেয়েদের ক্ষেত্রে ২১-৪০ বছর) বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

৪) পদের নাম :- Peon/Orderly

শিক্ষাগত যোগ্যতা :-
যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ সংখ্যা :-
মোট ১,৬৭৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বয়সসীমা :-
০১/০৯/২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২১ বছর থেকে ৩৭ (মেয়েদের ক্ষেত্রে ২১-৪০ বছর) বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

আবেদন ফি :-
GEN/OBC/EWS :- Rs. 800/-
SC/ST/PH :- Rs. 400/-

Peon পদের ক্ষেত্রে :-
GEN/OBC/EWS :- Rs. 600/-
SC/ST/PH :- Rs. 300/-

আবেদন ফি বাবদ থাকা প্রার্থীরা অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতির মাধ্যমে জমা দিতে পারবেন |

আবেদন পদ্ধতি :-
আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন | আরও জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন |

আবেদন শুরু :-
২০ শে সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে |

আবেদন চলবে :-
আগামী ২০ শে অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন |

Official Notice :- Clerk | Steno | Writer | Peon
Apply Online :- Click Here
Join Telegram :- Click Here