রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর | রাজ্যে জেলা আদালতে ক্লার্ক ও গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | কোন কোন পদে নিয়োগ করানো হবে শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে -


১) পদের নাম :- বেঞ্চ ক্লার্ক

শিক্ষাগত যোগ্যতা :-
যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন | সাথে কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা ও সার্টিফিকেট থাকতে হবে |

বেতন :-
উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ১৩,৫০০/- টাকা বেতন দেওয়া হবে |

শূন্যপদ :-
উক্ত পদে মোট ১ টি (SC) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

২) পদের নাম :- লোয়ার ডিভিশন ক্লার্ক 

শিক্ষাগত যোগ্যতা :-
যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন | সাথে কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা ও সার্টিফিকেট থাকতে হবে |

বেতন :-
উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ১৩,৫০০/- টাকা বেতন দেওয়া হবে |

শূন্যপদ :-
উক্ত পদে মোট ১ টি (UR) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

৩) পদের নাম :- ওয়ার্ডলি

শিক্ষাগত যোগ্যতা :-
যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে ৮ম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

বেতন :-
উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ১২,০০০/- টাকা বেতন দেওয়া হবে |

শূন্যপদ :-
উক্ত পদে মোট ২টি (UR-১, ST-১) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বয়সসীমা :-
উক্ত পদ গুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন | 

নিয়োগ পদ্ধতি :-
আবেদনকারী প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে |

আবেদন পদ্ধতি :-
আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া আবেদন পত্র ডাউনলোড করতে হবে এবং প্রয়োজনীয় নথি একত্রিত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে | আরও জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন |

কোন কোন ডকুমেন্ট প্রয়োজন :-
১) ২ কপি রঙিন পাসপোর্ট মাপের ছবি |
২) বয়সের প্রমাণ (PAN Card/Voter Card/School Admit Card/Birth Certificate/ Aadhaar Card) |
৩) কাস্ট সার্টিফিকেট |
৪) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ |
৫) কম্পিউটার সার্টিফিকেট (For Bench Clerk & LDC Post) |
৬) কাজের অভিজ্ঞতা সার্টিফিকেট (যদি থেকে থাকে) |
৭) ২ কপি আবেদন করার খাম ও সাথে পোস্টেজ স্ট্যাম্প সেটে দিতে হবে |

আবেদন পত্র পাঠানোর ঠিকানা :-
The District Child Protection Officer, 
District Child Protection Unit, 
Office of the District Magistrate, Darjeeling, 
Kutchery Complex, 
Lebong Cart Road 
Darjeeling 734101

আবেদন শুরু :-
আগামী ২১শে সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে |

আবেদন চলবে :-
আগামী ২১শে অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন |

আগ্রহী প্রার্থীরা স্পিড পোস্ট এবং রেজিস্ট্রার পোস্টের মাধ্যমে আবেদন পত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে পারবেন |

Application Form :- Download Now 
Join Telegram :- Click Here