রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | সরকারি সিকিউরিটি গার্ড পদে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের যেকোনো জেলার ছেলে ও মেয়ে উভয়ই প্রার্থী আবেদন করতে পারবেন | কোন কোন পদে নিয়োগ করানো হবে এবং শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে - - -

১) পদের নাম :- Junior Translation Officer (JTO)

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত ইউনিভার্সিটি থেকে হিন্দি/ইংলিশে মাস্টার ডিগ্রি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

বেতন :- উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ৩৫,৪০০/- টাকা বেতন দেওয়া হবে |

শূন্যপদ সংখ্যা :- মোট ৯টি (OBC-2, EWS-2, UT-5) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বয়সসীমা :- প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৮ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

২) পদের নাম :- Assistant Security Officer-A

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত ইউনিভার্সিটি যেকোনো বিষয়ে গ্র্যাজুয়েশন পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

বেতন :- উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ৩৫,৪০০/- টাকা বেতন দেওয়া হবে |

শূন্যপদ সংখ্যা :- মোট ৩৪টি (SC-3, ST-3, OBC-14, EWS-3, UT-38) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বয়সসীমা :- প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

শারীরিক মাপযোগ :-
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৭ সেমি (সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে - ১৬২.৫ সেমি) এবং বুকের ছাতি ৮০-৮৫ সেমি (সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে - ৭৭-৮২ সেমি) |

মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫৭ সেমি (সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে - ১৫৪ সেমি) |

ছেলেদের ক্ষেত্রে দৌড় থাকবে ১.৬ কিমি যার সময়সীমা থাকবে ৬:৩০ মিনিট এবং লং জ্যাম্প থাকবে ৩.৬৫ মিটার (সুযোগ ৩ বার) |

মেয়েদের ক্ষেত্রে দৌড় থাকবে ৮০০ মিটার যার সময়সীমা থাকবে ৪ মিনিট এবং লং জ্যাম্প থাকবে ২.৭ মিটার (সুযোগ ৩ বার) |

৩) পদের নাম :- Security Guard 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

বেতন :- উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ১৮,০০০/- টাকা বেতন দেওয়া হবে |

শূন্যপদ সংখ্যা :- মোট ২৭৪টি (SC-20, ST-28, OBC-46, EWS-18, UT-162) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বয়সসীমা :- প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

শারীরিক মাপযোগ :-
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৭ সেমি (সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে - ১৬২.৫ সেমি) এবং বুকের ছাতি ৮০-৮৫ সেমি (সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে - ৭৭-৮২ সেমি) |

মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫৭ সেমি (সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে - ১৫৪ সেমি) |

দৌড় থাকবে ১.৬ কিমি যার সময়সীমা থাকবে ৬:৩০ মিনিট এবং লং জ্যাম্প থাকবে ৩.৬৫ মিটার (সুযোগ ৩ বার) |

ছেলেদের ক্ষেত্রে দৌড় থাকবে ১০০ মিটার যার সময়সীমা থাকবে ১৬ সেকেন্ড এবং লং জ্যাম্প থাকবে ৩.৬৫ মিটার (সুযোগ ৩ বার) |

মেয়েদের ক্ষেত্রে দৌড় থাকবে ১০০ মিটার যার সময়সীমা থাকবে ২০ সেকেন্ড মিনিট এবং লং জ্যাম্প থাকবে ২.৭ মিটার (সুযোগ ৩ বার) |

নিয়োগ পদ্ধতি :- আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং শারীরিক মাপযোগের মাধ্যমে নিয়োগ করানো হবে | পরীক্ষার সিলেবাস অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে |

আবেদন ফি :- JTO এবং ASO পদের ক্ষেত্রে প্রার্থীদের ২০০/- টাকা এবং Security Guard পদের ক্ষেত্রে ১০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে অনলাইন পদ্ধতির মাধ্যমে | তবে SC/ST/PH/ESM/Female - প্রার্থীদের ক্ষেত্রে কোন আবেদন ফি লাগবে না |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | আবেদন শুরু হলে নিচের দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন | আরও জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন |

আবেদন শুরু :- ২৯শে অক্টোবর ২০২২ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে |

আবেদন চলবে :- আগামী ১৭ই নভেম্বর ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন |

🎯 Apply Online :- Click Here
🎯 Official Notice :- Download Now 
🎯 Join Telegram :- Click Here