রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | সেন্ট্রাল সংস্কৃত কলেজে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | কোন কোন পদে নিয়োগ করানো হবে এবং শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে - - -

Advertisement No 04/2022

১) পদের নাম :- Curator

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত ইউনিভার্সিটি/ ইন্সটিটিউট থেকে সংস্কৃত বিষয়ে M.A. পাশ করে থাকতে হবে সাথে Library & Information Science/ Archeology/ Museology - বিষয়ে ডিপ্লোমা পাশ করে থাকতে হবে এবং Manuscriptology/ Epigraphy - তে জ্ঞান থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ সংখ্যা :- উক্ত পদে মোট ১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বয়সসীমা :- প্রার্থীদের বয়স ৪০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

২) পদের নাম :- Assistant

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত ইউনিভার্সিটি/ইন্সটিটিউট থেকে স্নাতক ডিগ্রি পাশ করে থাকতে হবে | সাথে নির্দিষ্ট ফিল্ডে কাজ করার অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে টাইপিং করার অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ সংখ্যা :- উক্ত পদে মোট ১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বয়সসীমা :- প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

৩) পদের নাম :- Copyist 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত ইউনিভার্সিটি/ ইন্সটিটিউট থেকে সংস্কৃত বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাশ করে থাকতে হবে | সিট সাথে স্থানীয় প্রয়োজনীয় অনুযায়ী প্রাচীন পাণ্ডুলিপি পড়ার জ্ঞান ও দক্ষতা থাকতে হবে |

শূন্যপদ সংখ্যা :- উক্ত পদে মোট ১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বয়সসীমা :- প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

৪) পদের নাম :- Professional Assistant 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত ইউনিভার্সিটি/ ইন্সটিটিউট থেকে লাইব্রেরি বিজ্ঞান বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ সংখ্যা :- উক্ত পদে মোট ৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বয়সসীমা :- প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

৫) পদের নাম :- Technical Assistant (LAB) (For Shikshashashtra/ Education) 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত ইউনিভার্সিটি/ ইন্সটিটিউট থেকে শিক্ষা শাস্ত্র বিষয়ে আমার ডিগ্রি কোর্স পাশ করে থাকলে আবেদন করতে পারবেন, সাথে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ সংখ্যা :- উক্ত পদে মোট ২ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বয়সসীমা :- প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

৬) পদের নাম :- Technical Assistant (LAB) (For Computer) 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত ইউনিভার্সিটি/ ইন্সটিটিউট থেকে Computer Science & Engineering/ Electronics & Communication Engineering/ Information Technology - বিষয়ে B.E/B.Tech. পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ সংখ্যা :- উক্ত পদে মোট ৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বয়সসীমা :- প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

৭) পদের নাম :- Stenographer Grade - II

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সাথে কম্পিউটারে টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে |

শূন্যপদ সংখ্যা :- উক্ত পদে মোট ৮ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বয়সসীমা :- প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

৮) পদের নাম :- Lower Division Clerk (LDC) 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সাথে কম্পিউটারে টাইপিং করার অভিজ্ঞতা থাকতে হবে |

শূন্যপদ সংখ্যা :- উক্ত পদে মোট ২৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বয়সসীমা :- প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

৯) পদের নাম :- Library Attendant 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সাথে Library and Information Science বিষয়ে সার্টিফিকেট/ডিপ্লোমা পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ সংখ্যা :- উক্ত পদে মোট ১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বয়সসীমা :- প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

১০) পদের নাম :- Multi Tasking Staff (MTS) 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে |

শূন্যপদ সংখ্যা :- উক্ত পদে মোট ২৪ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বয়সসীমা :- প্রার্থীদের বয়স ৩০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

আবেদন ফি :- GEN/OBC - প্রার্থীদের ক্ষেত্রে ১০০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে, তবে SC/ST/PWBD - প্রার্থীদের ক্ষেত্রে ৫০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন | আরও জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন |

আবেদন শুরু :- ৮ই অক্টোবর ২০২২ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে |

আবেদন চলবে :- আগামী ৭ই নভেম্বর ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন |

Official Notice :- Download Now
Apply Online :- Click Here
Join Telegram :- Click Here