রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | ভারতীয় ইস্টার্ন রেলে প্রশিক্ষণ করিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে পশ্চিমবঙ্গের পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | কোন কোন পদে নিয়োগ করানো হবে এবং শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে -

Notice No. RRC-ER/Act Apprentices/2022-23

পদের নাম :- Apprentice

মোট শূন্যপদ :- মোট ৩,১১৫ টি শূন্যপদে নিয়োগ করানো হবে |

যে সমস্ত ট্রেডে নিয়োগ করানো হবে :-
ফিটার, ওয়েল্ডার, মেকানিস্ট, প্রিন্টার, কার্পেন্টার, লাইন ম্যান, ইলেকট্রিশিয়ান সহ বিভিন্ন পদে নিয়োগ করানো হবে |

শিক্ষাগত যোগ্যতা :- ৫০ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে NCVT/SCVT সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন |

বয়সসীমা :- প্রার্থীদের বয়স ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবেন |

আবেদন ফি :- GEN/OBC - শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে, তবে SC/ST/PWBD/Female - প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি জমা দিতে হবে না |

নিয়োগ স্থান :-
Howrah Sub Division - ৬৫৯ টি |
Sealdah Sub Division - ৪৪০ টি |
Malda Sub Division - ১৪৮ টি |
Asansol Sub Division - ৪১২ টি |
Jamalpur Sub Division - ৬৬৭ টি |
Kanchrapara Sub Division - ১৮৭ টি |
Lilua Sub Division - ৬১২ টি |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন |

নিয়োগ পদ্ধতি :- আবেদনকারী প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করানো হবে |

আবেদন চলবে :- আগামী ২৯শে অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন |

Official Notice :- Download Now
Apply Now :- Click Here
Join Telegram :- Click Here