রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর | পশ্চিমবঙ্গ রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে গ্রুপ-ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন | কোন কোন পদে নিয়োগ করানো হবে এবং শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে - - -

নোটিশ নম্বর :- RKMVP/REC/22/010

১) পদের নাম :- Assistant Teacher (Pure Science) 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত ইউনিভার্সিটি/ইন্সটিটিউট থেকে কম্পিউটার বিজ্ঞানে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং সাথে B.Ed কোর্স পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

বয়সসীমা :- ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

২) পদের নাম :- Assistant Teacher (Work Education) 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত ইউনিভার্সিটি/ইন্সটিটিউট থেকে এডুকেশন বিষয়ে গ্র্যাজুয়েশন/ডিপ্লোমা পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

বয়সসীমা :- ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

৩) পদের নাম :- Assistant Teacher (Physical Science) 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত ইউনিভার্সিটি/ইন্সটিটিউট থেকে B.Sc. পাশ করে থাকতে হবে এবং সাথে B.Ed কোর্স পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

বয়সসীমা :- ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

৪) পদের নাম :- Lab. Attendant (Group-D) 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে ৮ম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

বয়সসীমা :- ০১/০১/২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

কত জন প্রার্থী নিয়োগ করানো হবে তা উল্লেখ করা হয়নি | প্রতিটি পদের জন্য সরকারি নিয়ম (ROPA) অনুযায়ী বেতন দেওয়া হবে |

আবেদন ফি :- GEN/OBC - প্রার্থীদের ক্ষেত্রে ৫০০/- টাকা, SC/ST - প্রার্থীদের ক্ষেত্রে ৪০০/- টাকা এবং PH - প্রার্থীদের ক্ষেত্রে ৩০০/- টাকা আবেদন ফি বাবদ ক্যাশ অথবা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে |

নিয়োগ পদ্ধতি :- আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া আবেদন পত্র ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে নিজে গিয়ে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অফিসে গিয়ে জমা দিয়ে আসতে হবে |

অফিসের ঠিকানা :-
Ramkrishn Mission Vidyapith, P.O. - Vivekananda Nagar, Dist. - Purulia, West Bengal - 723147.

আবেদন চলবে :- ৩১/১০/২০২২ তারিখ থেকে ১৫/১১/২০২২ তারিখের মধ্যে ( রবিবার এবং ছুটির দিন বাদে) গিয়ে আবেদন পত্র জমা দিয়ে আসতে হবে |  

আবেদন পত্র অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন ৩১/১০/২০২২ তারিখ থেকে | ওয়েবসাইট লিঙ্ক নিচে দেওয়া হয়েছে |

আরও জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন |

🎯 Official Website :- Click Here 
🎯 Official Notice :- Download Now 
🎯 Join Telegram :- Click Here