পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | রাজ্যে শিশু সুরক্ষা দপ্তরে গ্রুপ-ডি কর্মী পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | কোন কোন পদে নিয়োগ করানো হবে এবং শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে - - -


১) পদের নাম :- অর্ডারলি (Group-D)

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে ৮ম (অষ্টম) শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

বয়সসীমা :- ০১/০৯/২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবেন |

বেতন :- উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ১২,০০০/- টাকা বেতন দেওয়া হবে |

২) পদের নাম :- বেঞ্চ ক্লার্ক (Group-C)

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সাথে কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন |

বয়সসীমা :- ০১/০৯/২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবেন |

বেতন :- উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ১৩,৫০০/- টাকা বেতন দেওয়া হবে |

নিয়োগ পদ্ধতি :- বেঞ্চ ক্লার্ক পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং কম্পিউটার টেস্ট আর অর্ডারলি পদের ক্ষেত্রে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে |

আবেদন ফি :- উক্ত পদগুলিতে আবেদন করার জন্য কোনো আবেদন ফি জমা দেওয়া লাগবে না | প্রার্থীরা সম্পূর্ন বিনামূল্যে আবেদন করতে পারবেন |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া আবেদন পত্র ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে নির্ধারিত সময়ের মধ্যে |

কোন কোন ডকুমেন্ট প্রয়োজন :-

১) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ |
২) বয়সের প্রমাণ |
৩) কাস্ট সার্টিফিকেট (যদি থেকে থাকে) |
৪) আঁধার কার্ড / ড্রাইভিং লাইসেন্স |
৫) অভিজ্ঞতা সার্টিফিকেট (যদি থেকে থাকে) |

উপরে উল্লেখিত সব ডকুমেন্ট জেরক্স করে সাথে আবেদন পত্র একত্রিত করে নিচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিতে পারেন পোস্ট অফিসের মাধ্যমে অথবা নিজে গিয়ে অফিসের ড্রপবক্সে জমা দিয়ে আসতে পারেন |

আবেদন পত্র পাঠানোর ঠিকানা :-
Office of the District Magistrate, Social Welfare Section, Old Collectorate Building, 1 Rishi Bankim Chandra Road, Howrah - 711101.

নিয়োগ স্থান :- প্রার্থীদের হাওড়া জেলার ডিস্ট্রিক্ট চাইল্ড প্রটেকশন ইউনিটে নিয়োগ করানো হবে |

আরও জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন |

আবেদন পদ্ধতি :- আগামী ২১শে অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন |

Official Notice :- Download Now
Official Website :- Click Here 
Join Telegram :- Click Here