রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | পশ্চিমবঙ্গ গোয়েন্দা দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে পশ্চিমবঙ্গের যেকোনো জেলার ছেলে ও মেয়ে উভয়ই প্রার্থী আবেদন করতে পারবেন | কোন কোন পদে নিয়োগ করানো হবে এবং শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে - - -


Advt. No. 15/CID/GL-I

১) পদের নাম :- Data Entry Operator (DEO)

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত ইউনিভার্সিটি/ ইন্সটিটিউট থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ সংখ্যা :- উক্ত পদে মোট ১১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বেতন :- প্রার্থীদের প্রতি মাসে ১৩,০০০/- টাকা বেতন দেওয়া হবে |

২) পদের নাম :- Computer Operator

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত ইউনিভার্সিটি/ ইন্সটিটিউট থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ সংখ্যা :- উক্ত পদে মোট ১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বেতন :- প্রার্থীদের প্রতি মাসে ১৩,০০০/- টাকা বেতন দেওয়া হবে |

৩) পদের নাম :- Computer Network Operator 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত ইউনিভার্সিটি/ ইন্সটিটিউট থেকে গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে এবং সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ সংখ্যা :- উক্ত পদে মোট ১১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বেতন :- প্রার্থীদের প্রতি মাসে ১৩,০০০/- টাকা বেতন দেওয়া হবে |

৪) পদের নাম :- Computer Analyst

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত ইউনিভার্সিটি/ ইন্সটিটিউট থেকে PGDCA/B.Sc (Computer Science)/ BCA/ DOEACC "A" - লেভেল কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ সংখ্যা :- উক্ত পদে মোট ৪২ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বেতন :- প্রার্থীদের প্রতি মাসে ২০,০০০/- টাকা বেতন দেওয়া হবে |

৫) পদের নাম :- Supervisor Level - III

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত ইউনিভার্সিটি/ ইন্সটিটিউট 1st Class MCA অথবা, 1st Class M.Sc in IT/Compute Science অথবা, 1st Class BE in IT/Computer Science অথবা, 1st Class B.Tech in IT/Computer Science পাশ করে থাকতে হবে এবং সফটওয়ার ডিজাইন, ডেভেলপমেন্ট, ডকুমেন্টেশনের স্কিল থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ সংখ্যা :- উক্ত পদে মোট ১৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বেতন :- প্রার্থীদের প্রতি মাসে ২৭,০০০/- টাকা বেতন দেওয়া হবে |

এছাড়াও আরও কয়েকটি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হচ্ছে, যেগুলো আবেদন করার জন্য অন্তত ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে | বিষদ জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন |

আবেদন ফি :- আবেদনকারী প্রার্থীদের আবেদন করার জন্য কোনো আবেদন ফি জমা দেওয়া লাগবে না | প্রার্থীরা সম্পূর্ন বিনামূল্যে আবেদন করতে পারবেন |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন |

আবেদন শুরু :- ১৮ই অক্টোবর ২০২২ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে |

আবেদন চলবে :- আগামী ২৫শে অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন |

🎯 Official Notice :- Download Now
🎯 Apply Online :- Click Here
🎯 Join Telegram :- Click Here