রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | ভারতীয় সেনাবাহিনীর বেঙ্গল হেড কোয়ার্টারে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে রাজ্যের প্রতিটি জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | কোন কোন পদে নিয়োগ করানো হবে এবং শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা - - -


১) পদের নাম :- মাল্টি টাস্কিং স্টাফ (MTS)

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন | সাথে যদি সংশ্লিষ্ট ক্ষেত্রে ITI সার্টিফিকেট থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে |

শূন্যপদ সংখ্যা :- উক্ত পদে মোট ৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বেতন :- প্রার্থীদের প্রতি মাসে পে লেভেল ১ অনুযায়ী ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা বেতন দেওয়া হবে |

বয়সসীমা :- প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

নিয়োগ পদ্ধতি :- আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে |

আবেদন ফি :- প্রার্থীরা সম্পূর্ন বিনামূল্যে আবেদন করতে পারবেন | কোনো আবেদন ফি লাগবে না |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া আবেদন পত্র ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে একটি মুখ বন্ধ খামে ভোরে পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে |

কোন কোন ডকুমেন্ট প্রয়োজন :-

১) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট |
২) বয়সের প্রমাণ (জন্ম সার্টিফিকেট/মাধ্যমিক অ্যাডমিট) |
৩) কাস্ট সার্টিফিকেট (যদি থেকে থাকে) |
৪) ২ কপি পাসপোর্ট মাপের ফটো (Self Attested) |
৫) ২ কপি Envelope (খাম) সাথে ২৫ টাকার পোষ্টাল স্ট্যাম্প (Self Address) |
৬) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থেকে থাকে) |

সমস্ত ডকুমেন্ট নিজের Self Attested করে একটি খামে (Envelope) ভোরে (১ টি খাম (Envelope) ওই খামের মধ্যে ভোরে) পোস্ট অফিসের মাধ্যমে নিচে দেওয়া ঠিকানায় পাঠাতে হবে |

খামের উপরে অবশ্যই লিখে দেবেন "APPLICATION FOR THE POST OF............ (যে পোস্টে আবেদন করছেন), Category........(Gen/Gen(EWS)/Gen(ESM)/OBC/ST). |

আবেদনপত্র পাঠানোর ঠিকানা :-

To, 
HQ Bengal Sub Area, 
246 AJC Road, Alipore
Kolkata - 700027

আবেদন শুরু :- ১২ই নভেম্বর ২০২২ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে |

আবেদন চলবে :- আগামী ২রা ডিসেম্বর ২০২২ তারিখের মধ্যে আবেদন পত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে |

আরও জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন |

🎯 Official Notice :- Download Now
🎯 Application Form :- Download Now
🎯 Join Telegram :- Click Here