রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | আর্মি আর্টিলারি স্কুলে গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে পশ্চিমবঙ্গের যেকোনো জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | কোন কোন পদে নিয়োগ করানো হবে এবং শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে - - -


১) পদের নাম :- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC) 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ-মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সাথে কম্পিউটারে টাইপিং করার অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- মোট ১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বেতন :- উক্ত পদে প্রার্থীদের পে লেভেল ২ অনুযায়ী ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা বেতন দেওয়া হবে |


২) পদের নাম :- মাল্টি টাস্কিং স্টাফ (MTS) সাফাইয়ালা 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন | সাথে যদি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের এক বছরের অভিজ্ঞতা থেকে থাকতে তাহলে অগ্রাধিকার পেয়ে যাবেন |

শূন্যপদ :- মোট ১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বেতন :- উক্ত পদে প্রার্থীদের পে লেভেল ১ অনুযায়ী ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা বেতন দেওয়া হবে |


৩) পদের নাম :- মাল্টি টাস্কিং স্টাফ (MTS) লস্কর 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন | সাথে যদি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের এক বছরের অভিজ্ঞতা থেকে থাকতে তাহলে অগ্রাধিকার পেয়ে যাবেন | 

শূন্যপদ :- মোট ১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বেতন :- উক্ত পদে প্রার্থীদের পে লেভেল ১ অনুযায়ী ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা বেতন দেওয়া হবে |


বয়সসীমা :- প্রতিটি পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে SC/ST/OBC/PWD- প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

নিয়োগ পদ্ধতি :- আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা, স্কিল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে | পরীক্ষার সিলেবাস অফিসিয়াল নোটিশে উল্লেখ করা হয়েছে |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া আবেদন পত্র ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করে একটি মুখ বন্ধ খামে ভরে পোস্ট অফিসের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে | আবেদন পত্র পাঠানো মুখ বন্ধ খামের উপরে অবশ্যই লিখে দেবেন "Application for the post of ____________ (Post Name) in Category _________(Gen, SC, ST, OBC, EWS, ESM, PHP and MSP). |


আবেদন পত্র পাঠানোর ঠিকানা :-
The Commandant, Headquarters, Artillery Centre, Nasik Road, Camp PIN - 422102.

কোন কোন ডকুমেন্ট প্রয়োজন :-

১) Educational Certificates (Mark sheet). 
২) Identity Proof (Aadhaar/Voter/PAN/Passport). 
৩) Caste Certificate (if available).
৪) Employment registration card (in any). 
৫) Birth Proof (Birth Certificate/MP Admit Card). 
৬) One self addressed envelope duly affixed with Rs. 5/- postal stamp. 
৭) One Latest passport size photograph duly attested by self on back of photograph. 


আবেদন চলবে :- আগামী ২০শে জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে আবেদন পত্র নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে |

🔴 Official Notice :- Download Now 
🔵 Application Form :- Download Now
🔴 Join Telegram :- Click Here