রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে পশ্চিমবঙ্গের সব জেলার ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | কোন কোন পদে নিয়োগ করানো হবে এবং যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে - -

১) পদের নাম :- হেড কনস্টেবল (Ministerial)

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে উচ্চ-মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং কম্পিউটারে টাইপিং করার অভিজ্ঞতা থেকে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- উক্ত পদে মোট ১৩১৫ টি (GEN-532, OBC-355, EWS-132, SC-197, ST-99) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বেতন :- প্রার্থীদের পে লেভেল ৪ অনুযায়ী ২৫,৫০০/- টাকা থেকে ৮১,১০০/- টাকা বেতন দেওয়া হবে |

২) পদের নাম :- অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (Steno) 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে উচ্চ-মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং স্টেনোগ্রাফি টাইপিং করার অভিজ্ঞতা থেকে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- উক্ত পদে মোট ১৪৩ টি (GEN-58, OBC-39, EWS-14, SC-21, ST-11) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বেতন :- প্রার্থীদের পে লেভেল ৫ অনুযায়ী ২৯,২০০/- টাকা থেকে ৯২,৩০০/- টাকা বেতন দেওয়া হবে |

বয়সসীমা :- উভয় পদের ক্ষেত্রে ২৫/০১/২০২৩ তারিখ অনুযায়ী ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে SC/ST/OBC/Ex-Servicemen - প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

আবেদন ফি :- GEN/OBC/EWS - প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা আবেদন ফি লাগবে | তবে SC/ST/PwD/Female - প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না | আবেদন ফি বাবদ টাকা অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতির মাধ্যমে জমা দিতে পারবেন |

শারীরিক মাপযোগ :-
ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৫ সেমি (সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ১৬২.৫ সেমি) এবং বুকের ছাতি ৭৬-৮২ সেমি (সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৭২-৭৮ সেমি) হতে হবে |

মেয়েদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫৫ সেমি (সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ১৫০ সেমি) হবে হবে |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | আবেদন প্রক্রিয়া ০৪/০১/২০২৩ তারিখ থেকে শুরু হবে |

আবেদন শুরু :- আগামী ৪ঠা জানুয়ারি ২০২৩ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে |

আবেদন চলবে :- আগামী ২৫শে জানুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন |

আরও জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন |

🔵 Official Notice :- Download Now
🔴 Website Link :- Click Here
🔵 Join Telegram :- Click Here