রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের পক্ষ থেকে ক্লার্ক ও স্টাফ পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | কোন কোন পদে নিয়োগ করানো হবে এবং শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে - -
১) পদের নাম :- লোয়ার ডিভিশন ক্লার্ক (LDC)
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সাথে কম্পিউটারে টাইপিং করার অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন |
বেতন :- উক্ত পদে প্রার্থীদের পে লেভেল ২ অনুযায়ী ১৯,৯০০/- টাকা থেকে ৬৩,২০০/- টাকা বেতন দেওয়া হবে |
বয়সসীমা :- প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৭ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে SC/ST/OBC/PH - শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |
শূন্যপদ সংখ্যা :- মোট ৪ টি (UR-02, UR-PwD(OH)-01, ST-01) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |
২) পদের নাম :- মাল্টি টাস্কিং স্টাফ (MTS)
শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত স্কুল থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন অথবা, ITI পাশ করে থাকলেও আবেদন করতে পারবেন |
বেতন :- উক্ত পদে প্রার্থীদের পে লেভেল ১ অনুযায়ী ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা বেতন দেওয়া হবে |
বয়সসীমা :- প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে SC/ST/OBC/PH - শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |
শূন্যপদ সংখ্যা :- মোট ১ টি (UR-01) শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |
নিয়োগ পদ্ধতি :- আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার বেস পরীক্ষা (CBT) ও স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে |
আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অফলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া আবেদন পত্র ডাউনলোড করে সঠিক ভাবে পূরণ করে এবং প্রয়োজনীয় নথি যুক্ত করে একটি মুখ বন্ধ খামে ভরে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে পোস্ট অফিসের মাধ্যমে | মুখ বন্ধ খামের উপরে অবশ্যই লিখে দেবেন "APPLICATION FOR THE OF............... (পদের নাম) |
আবেদন পত্র পাঠানোর ঠিকানা :-
To
The Director General
Raja Rammohun Roy Library Foundation
BLOCK-DD-34, Sector-I, Salt Lake City
Kolkata 700 064
কোন কোন ডকুমেন্ট প্রয়োজন :-
১) Qualifications Certificate
২) Age Proof (MP Certificate/Birth Certificate)
৩) Identity Proof (Aadhaar/Voter/Passport)
৪) Computer Certificate (if available)
৫) Cast Certificate (if available)
৬) PH Certificate (if available)
৭) Experience Certificate (if available)
আবেদন চলবে :- আগামী ৩রা জানুয়ারি ২০২৩ তারিখের মধ্যে আবেদন পত্র নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে পোস্ট অফিসের মাধ্যমে |
আরও জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন |
🎯 Official Notice :- Download Now
🎯 Application Form :- Download Now
🎯 Join Telegram :- Click Here
0 Comments