রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট | পশ্চিমবঙ্গে স্বাস্থ্য দপ্তরে ফুড সেফটি অফিসার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | কোন কোন পদে নিয়োগ করানো হবে এবং শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে - - -

নোটিশ নম্বর :- R/FSO/48/2022

১) পদের নাম :- ফুড সেফটি অফিসার

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফুড টেকনোলজি/বায়োটেকনোলজি/ ডেইরি টেকনোলজি/তেল টেকনোলজি/এগ্রিকালচার সায়েন্স/ মাইক্রো বায়োলজিতে স্নাতকোত্তর ডিগ্রি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

বয়সসীমা :- প্রার্থীদের ২১ বছর থেকে ৩৬ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে SC/ST/OBC/Ph - প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

বেতন :- উক্ত পদে প্রার্থীদের ৩৫,৮০০/- টাকা থেকে ৯২,১০০/- টাকা বেতন দেওয়া হবে |

নিয়োগ পদ্ধতি :- আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ - এর মাধ্যমে নিয়োগ করানো হবে |

আবেদন ফি :- প্রার্থীদের ২১০/- টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে | তবে SC/ST/PWD- প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফি লাগবে না | আবেদন ফি বাবদ টাকা অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন |

আবেদন চলবে :- আগামী ৩০শে ডিসেম্বর ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন |

আরও জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন |

🎯 Official Notice :- Download Now
🎯 Apply Online :- Click Here
🎯 Join Telegram :- Click Here