রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে ১১ হাজার শূন্যপদে মাল্টি টাস্কিং স্টাফ ও হাবিলদার পদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হয়েছে - - -

১) পদের নাম :- মাল্টি টাস্কিং স্টাফ (MTS)

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ সংখ্যা :- উক্ত পদে মোট প্রায় ১০,৮৮০ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বয়সসীমা :- ০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৫ বছর হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে SC/ST/OBC/PH - শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

২) পদের নাম :- হাবিলদা (Havaldar)

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা 
 প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ সংখ্যা :- উক্ত পদে মোট প্রায় ৫২৯ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বয়সসীমা :- ০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ২৭ বছর হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে SC/ST/OBC/PH - শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

শারীরিক মাপযোগ :-

ছেলেদের ক্ষেত্রে দৌড় থাকবে ১,৬০০ মিটার, যার সময়সীমা থাকবে ১৫ মিনিট, উচ্চতা হতে হবে ১৫৭.৫ সেমি (সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ৫ সেমি ছাড়), বুকের ছাতি না ফুলিয়ে ৮১ সেমি এবং ফুলিয়ে ৮৬ সেমি হতে হবে |

মেয়েদের ক্ষেত্রে দৌড় থাকবে ১ কিলোমিটার , যার সময়সীমা থাকবে ২০ মিনিট, উচ্চতা হতে হবে ১৫২ সেমি (সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ২.৫ সেমি ছাড়), ওজন হতে হবে অন্তত ৪৮ কেজি ( সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে ২ কেজি ছাড়) |

বেতন :- উভয় পদের ক্ষেত্রে প্রার্থীদের প্রতি মাসে পে লেভেল ১ অনুযায়ী ১৮,০০০/- টাকা থেকে ৫৬,৯০০/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে |

আবেদন ফি :- GEN/OBC - প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে | তবে SC/ST/PH/Female/Ex-servicemen - শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না | আবেদন ফি বাবদ টাকা অনলাইন এবং অফলাইন উভয়ই পদ্ধতির মাধ্যমে জমা দিতে পারবেন |

পরীক্ষা কেন্দ্র :- পশ্চিমবঙ্গের কলকাতা, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, কল্যাণী ও শিলিগুড়িতে পরীক্ষা কেন্দ্র থাকবে |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া আবেদন লিঙ্কে ক্লিক করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রথমে রেজিস্ট্রেশন করে তারপরে ওই রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে আবেদন করতে পারবেন |

আবেদন শুরু :- ১৮ই জানুয়ারি ২০২৩ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে |

আবেদন চলবে :- আগামী ১৭ই ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন | 

আরও জানতে নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন 👇👇👇

🎯 Official Notice :- Download Now 
🎯 Apply Online :- Click Here 
🎯 Join Telegram :- Click Here