রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | কলকাতা আর্মি অফিসে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে | যেখানে রাজ্যের সব জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন | নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হয়েছে - - -


১) পদের নাম :- Assistant Teacher

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চ-মাধ্যমিক পাশ করে থাকতে এবং B.Ed/D.El.Ed কোর্স পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

বেতন :- উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ৭,১০০/- টাকা থেকে ৩৭,৬০০/- টাকা বেতন দেওয়া হবে এবং গ্রেড পে থাকবে ৩,৬০০/-  টাকা |

শূন্যপদ :- উক্ত পদে মোট ১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বয়সসীমা :- ১৩/০৩/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন |

২) পদের নাম :- Stenographer 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে এবং কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা সহ টাইপিং করার দক্ষতা থেকে থাকলে আবেদন করতে পারবেন |

বেতন :- উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ৭,১০০/- টাকা থেকে ৩৭,৬০০/- টাকা বেতন দেওয়া হবে এবং গ্রেড পে থাকবে ৩,৬০০/-  টাকা |

শূন্যপদ :- উক্ত পদে মোট ১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বয়সসীমা :- ১৩/০৩/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন |

৩) পদের নাম :- Lower Division Clerk 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে এবং অন্তত ৬ মাসের কম্পিউটারে সার্টিফিকেট পাশ সহ টাইপিং করার দক্ষতা থেকে থাকলে আবেদন করতে পারবেন | 

বেতন :- উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ৫,৪০০/- টাকা থেকে ২৫,২০০/- টাকা বেতন দেওয়া হবে এবং গ্রেড পে থাকবে ২,৬০০/-  টাকা |

শূন্যপদ :- উক্ত পদে মোট ১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বয়সসীমা :- ১৩/০৩/২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীদের বয়স ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন |

আবেদন ফি :- স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে ১,০০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে, বাকি পদের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করে আবেদন করতে পারবেন |

আবেদন চলবে :- আগামী ১৩ই মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন |

🔵 Official Notice :- Download Now 
🔴 Website Link :- Click Here 
🔵 Join Telegram :- Click Here