রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | পশ্চিমবঙ্গ জেলা শাসক দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করতে পারবেন | কোন কোন পদে কর্মী নিয়োগ করানো হবে এবং শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে - - - 

নোটিশ নাম্বার :- 110/SW/Paschimbdn

১) পদের নাম :- বেঞ্চ ক্লার্ক (Bench Clerk) 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ-মাধ্যমিক পাশ করে থাকতে এবং কম্পিউটার কাজ করার অভিজ্ঞতা এবং টাইপিং করার দক্ষতা থেকে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- ১ টি |

বেতন :-  ১৩,৫০০/- টাকা |

২) পদের নাম :-  লোয়ার ডিভিশন ক্লার্ক কাম টাইপিস্ট (LDC cum Typist) 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে এবং কম্পিউটার কাজ করার অভিজ্ঞতা এবং টাইপিং করার দক্ষতা থেকে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- ১ টি |

বেতন :-  ১৩,৫০০/- টাকা |

৩) পদের নাম :- কাউন্সিলর (Counsellor) 

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে সাইকোলজি বিষয়ে গ্র্যাজুয়েট পাশ করে থাকতে এবং কম্পিউটার কাজ করার অভিজ্ঞতা এবং নির্দিষ্ট ক্ষেত্রে কাজ করার অন্তত ২ বছরের অভিজ্ঞতা থেকে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- ১ টি |

বেতন :-  ১৩,৫০০/- টাকা |

বয়সসীমা :- ০১/০১/২০২৩ তারিখ অনুযায়ী প্রতিটি পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকতে হবে | তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে যাবেন |

নিয়োগ পদ্ধতি :- আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার test এবং ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করানো হবে হবে | লিখিত পরীক্ষার সিলেবাস অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | প্রথমে নিচে দেওয়া অফিস বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি প্রিন্ট-আউট করে নিতে হবে, এরপরে ওই আবেদন পত্রটি সঠিক ভাবে পূরণ করে নিচে দেওয়া প্রয়োজন ডকুমেন্ট সমূহ একটি পিডিএফ (PDF) করে অফিসিয়াল ইমেইল আইডিতে (Email I'd) পাঠিয়ে দিতে হবে |

কোন কোন ডকুমেন্ট লাগবে :- 
১) বয়সের প্রমাণ (MP Admit/Certificate/Marksheet) |
২) পরিচয়পত্র (Aadhaar/Voter/PAN/Pass Port) |
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমাণ |
৪) কম্পিউটার সার্টিফিকেট |
৫) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট (For Counsellor Post) |
৬) মোবাইল নম্বর এবং বৈধ ইমেইল আইডি |

অফিসিয়াল ইমেইল আইডি (Email I'd) :-

আবেদন পত্র ইমেইলে পাঠানোর সময় ইমেইল সাবজেক্টে অবশ্যই কোন পদে আবেদন করছেন সেটা উল্লেখ করে দেবেন | না হলে আবেদন পত্র বাতিল করে দেওয়া হবে |

আবেদন চলবে :- আগামী ২রা মার্চ ২০২৩ বিকাল ৫টার মধ্যে আবেদন পত্র অফিসিয়াল ইমেইলে পাঠিয়ে দিতে হবে |


আরও জানতে নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন |

🔵 Official Notice :- Download Now 
🔴 Website Link :- Click Here
🔵 Join Telegram :- Click Here