রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | পশ্চিমবঙ্গ বিদ্যুৎ ভবনে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে রাজ্যের সব জেলা থেকে আবেদন করতে পারবেন | নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে দেওয়া হয়েছে - - -

নোটিশ নাম্বার :- WBPDCL/Recruitment/2023/02

১) পদের নাম :- Mines Manager

বেতন :- উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ৮২,০০০/- টাকা বেতন দেওয়া হবে |

শূন্যপদ :- উক্ত পদে মোট ২ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

২) পদের নাম :- Safety Officer 

বেতন :- উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ৬৩,০০০/- টাকা বেতন দেওয়া হবে |

শূন্যপদ :- উক্ত পদে মোট ৫ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

৩) পদের নাম :- Assistant Mines Manager 

বেতন :- উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ৬৩,০০০/- টাকা বেতন দেওয়া হবে |

শূন্যপদ :- উক্ত পদে মোট ১৩ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

৪) পদের নাম :- Blasting Officer 

বেতন :- উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ৬৩,০০০/- টাকা বেতন দেওয়া হবে |

শূন্যপদ :- উক্ত পদে মোট ৪ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

শিক্ষাগত যোগ্যতা :- উপরে উল্লেখিত প্রতিটি পদে আবেদন করার জন্য প্রার্থীদের যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Mining Engineering -এ ডিগ্রি/ডিপ্লোমা পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা থেকে থাকলে আবেদন করতে পারবেন |

৫) পদের নাম :- Welfare Officer 

বেতন :- উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ৬৩,০০০/- টাকা বেতন দেওয়া হবে |

শূন্যপদ :- উক্ত পদে মোট ১ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Social Science/Labour Welfare - এ ডিগ্রি/ডিপ্লোমা পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থেকে থাকলে আবেদন করতে পারবেন |

৬) পদের নাম :- Surveyor 

বেতন :- উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ৪১,০০০/- টাকা বেতন দেওয়া হবে |

শূন্যপদ :- উক্ত পদে মোট ৪ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Survey Engineering - এ ডিপ্লোমা পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা থেকে থাকলে আবেদন করতে পারবেন |

৭) পদের নাম :- Overman 

বেতন :- উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ৪১,০০০/- টাকা বেতন দেওয়া হবে |

শূন্যপদ :- উক্ত পদে মোট ১৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে Mining Engineering - এ ডিপ্লোমা পাশ সহ Over man's সার্টিফিকেট থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার অভিজ্ঞতা থেকে থাকলে আবেদন করতে পারবেন |

বয়সসীমা :- উপরে উল্লেখিত প্রতিটি পদের ক্ষেত্রে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স ০১/০২/২০২৩ তারিখ অনুযায়ী ৫৫ বছরের মধ্যে হয়ে থাকতে হবে | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

নিয়োগ পদ্ধতি :- প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউ-এর মাধ্যমে নিয়োগ করানো হবে |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না | নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে সেটিকে সঠিক ভাবে পূরণ করে নির্দিষ্ট দিনে আবেদন পত্র সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে |

ইন্টারভিউ স্থান :-
Bidyut Unnayan Bhaban - Corporate Office - WBPDCL, Block - LA, Plot No. - 3/C, Sector - III, Bidhannagar, Kolkata - 700106

ইন্টারভিউ তারিখ :- ১৩ ও ১৪ই মার্চ ২০২৩ তারিখ |




আরও জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন |


🔵 Official Notice :- Download Now
🔴 Official Website :- Click Here
🔵 Join Telegram :- Click Here