রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে প্রচুর শূন্যপদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে রাজ্যের সব জেলার পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন | কোন কোন পদে নিয়োগ করানো হবে এবং শিক্ষাগত যোগ্যতার কি প্রয়োজন তা নিচে উল্লেখ করা হয়েছে - - -

নোটিশ নাম্বার :- 01/2023

পরীক্ষার নাম :- WB Civil Service Exam (Group-A, B, C, D)

১) গ্রুপ-এ :- Executive, Assistant Commissioner of Revenue in integrated WB Revenue Service, WB Labour Service, WB Food & Supplies Service, WB Employment Services (Except technical)

বেতন :- উক্ত পদগুলিতে প্রার্থীদের প্রতি মাসে ৫৬,১০০/- টাকা থেকে ১,৪৪,৩০০/- টাকা বেতন দেওয়া হবে |

২) গ্রুপ-বি :- WB Police Service 

বেতন :- উক্ত পদগুলিতে প্রার্থীদের প্রতি মাসে ৫৬,১০০/- টাকা থেকে ১,৪৪,৩০০/- টাকা বেতন দেওয়া হবে |

৩) গ্রুপ-সি :- Superintendent, Distt. Correctional Home/Deputy Superintendent, Central Correction Home, Joint Block Development Officer, Deputy Assistant Director of Consumer Affairs and Fair Business Practices, WB Junior Social Welfare Services, WB Subordinate Land Revenue Service Grade - I, Assistant Commercial Tax Officer, Assistant Canal Revenue Officer (Irrigation), Cheif Controller of Correction Service, Joint Registrar. 

বেতন :- উক্ত পদগুলিতে প্রার্থীদের প্রতি মাসে ৩৫,৮০০/- টাকা থেকে ৯২,১০০/- টাকা বেতন দেওয়া হবে |

৪) গ্রুপ-ডি :- Inspector of Co-operative Societies, Panchayet Development officer under the panchayat & Rural Development Department, Rehabilitation Officer under the Refugee Relief and Rehabilitation Department. 

বেতন :- উক্ত পদগুলিতে প্রার্থীদের প্রতি মাসে ৩২,১০০/- টাকা থেকে ৮২,৯০০/- টাকা বেতন দেওয়া হবে |

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

বয়সসীমা :- Group-A ও B পদের ক্ষেত্রে ২১-৩৬ বছর, Group-C পদের ক্ষেত্রে ২০-৩৬ বছর এবং Group-D পদের ক্ষেত্রে ২১-৩৯ বছর | তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

নিয়োগ পদ্ধতি :- আবেদনকারী প্রার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা, মেন পরীক্ষা এবং পার্সোনালিটি টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে |

আবেদন ফি :- UR/OBC/EWS - প্রার্থীদের ক্ষেত্রে ২১০/- টাকা আবেদন ফি বাবদ জমা দিতে হবে, তবে SC/ST/PWD - প্রার্থীদের ক্ষেত্রে কোনও আবেদন ফি জমা দিতে হবে না |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | প্রার্থীদের www.wbpsc.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে | 

আবেদন শুরু :- ২৮শে ফেব্রুয়ারি ২০২৩ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে |

আবেদন চলবে :- আগামী ২১শে মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন |

আরও জানতে নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন |

🔵 WBCS Syllabus 2023 :- Download Now
🔵 Official Notice :- Download Now
🔴 Website Link :- Click Here 
🔵 Join Telegram :- Click Here