রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট | ভারতীয় অস্ত্র কারখানায় প্রচুর শূন্যপদে প্রশিক্ষণের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে | যেখানে পশ্চিমবঙ্গের সব জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন | নিয়োগ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হয়েছে - - -

নোটিশ নাম্বার :- 1457

১) পদের নাম :- Trade Apprentice (ITI)

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫০% নাম্বার নিয়ে মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ITI পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- উক্ত পদে মোট ৩,৫১৪ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

২) পদের নাম :- Trade Apprentice (Non ITI)

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৫০% নাম্বার নিয়ে মাধ্যমিক পাশ করে থাকতে এবং ৪০% নাম্বার থাকতে হবে অঙ্ক এবং বিজ্ঞান বিভাগে |

শূন্যপদ :- উক্ত পদে মোট ১,৯৩৬ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বয়সসীমা :- প্রার্থীদের বয়স ২৮/০৩/২০২৩ তারিখ অনুযায়ী ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন যোগ্য | তবে SC/ST/OBC/PWD - শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

স্টাইপেন্ড :- NON-ITI - পদের ক্ষেত্রে প্রতি মাসে ৬,০০০/- টাকা এবং ITI - পদের ক্ষেত্রে প্রতি মাসে ৭,০০০/- টাকা স্টাইপেন্ড বাবদ দেওয়া হবে |

নিয়োগ পদ্ধতি :- প্রথমে প্রার্থীদের অ্যাকাডেমিক নম্বরের উপরে একটি শর্ট লিস্ট করা হবে, যাদের নাম ওই শর্ট লিস্টে থাকবে তারা মেডিকেল টেস্ট ও ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাক পাবেন |

আবেদন ফি :- UR/OBC - শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে ২০০/- টাকা (সাথে GST) এবং SC/ST/PH - প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা (সাথে GST) আবেদন ফি বাবদ অনলাইন পদ্ধতির মাধ্যমে জমা দিতে হবে |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | আবেদন প্রক্রিয়া শুরু হলে নিচে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন |

নিয়োগের স্থান :-

পশ্চিমবঙ্গের যেসব অস্ত্র কারখানায় নিয়োগ করানো হবে -

১) Gun and Shell Factory, Cossipur
২) Metal and Steel Factory Ishapore
৩) Ordance Factory Dum Dum, Kolkata
৪) Rifle Factory Ishapore, Kolkata

আবেদন শুরু :- ২৭শে ফেব্রুয়ারি ২০২৩ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে |

আবেদন চলবে :- আগামী ২৮শে মার্চ ২০২৩ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন |

আরও জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন |

🔴 Official Notice :- Download Now
🔵 Website Link :- Click Here
🔴 Join Telegram :- Click Here