রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | বাংলা সহায়তা কেন্দ্রে নতুন কর্মী নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার | রাজ্যে নতুন করে মোট ১৪৬১টি নতুন বাংলা সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠিত হতে চলেছে | যেখানে নতুন করে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করানো হবে | পশ্চিমবঙ্গের বেকার ছেলে ও মেয়েদের জন্য বিরাট খুশির খবর | নিয়োগ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হয়েছে -

নোটিশ নাম্বার :- 21-PAR (BSK) /BSK-57/2022

পদের নাম :- ডাটা এন্ট্রি অপারেটর (DEO)

নিয়োগকারী সংস্থা :- বাংলা সহায়তা কেন্দ্র (BSK)

শিক্ষাগত যোগ্যতা :- যেকোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ-মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সাথে কম্পিউটার কোর্স সার্টিফিকেট (অন্তত ৬ মাস) থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- মোট ১৪৬১ টি বাংলা সহায়তা কেন্দ্রে ২ জন করে মোট ২৯২২ টি শূন্যপদে কর্মী নিয়োগ করানো হবে |

বেতন :- উক্ত পদে প্রার্থীদের প্রতি মাসে ১২,০০০/- টাকা করে বেতন দেওয়া হবে |

বয়সসীমা :- প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে SC/ST/OBC - প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

নিয়োগ পদ্ধতি :- আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ডকুমেন্ট ভেরিভিকেশনের মাধ্যমে নিয়োগ করানো হবে |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | আবেদন পদ্ধতি খুব শীঘ্রই শুরু হতে চলেছে | আবেদন প্রক্রিয়া শুরু হলে আবেদন করার লিঙ্ক আমাদের ওয়েবসাইটে দেওয়া হবে |

কোন কোন ডকুমেন্ট প্রয়োজন :- 

1) Educational Qualifications Certificate 
2) Computer Certificate 
3) Identity Proof
3) Residential Address Proof
4) Email I'd & Phone Number 
5) Resent Passport Size Colour Photo & Signature 


নিয়োগ স্থান :- পশ্চিমবঙ্গের বিভিন্ন নতুন বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ করানো হবে | রাজ্যে বেশির ভাগ পঞ্চায়েত দপ্তরে নতুন বাংলা সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠিত হতে চলেছে, তাই বেশির ভাগ শূন্যপদ থাকবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত অফিসের অধীনে |

আরো জানতে নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নিতে পারেন |

🔴 Official Notice :- Download Now 
🔵 BSK List :- Click Here 
🔵 Website Link :- Click Here 
🔴 Join Telegram :- Click Here