রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিরাট সুখবর | অবশেষে রেলের পক্ষ থেকে বিরাট শূন্যপদে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে | রেলের পক্ষ থেকে একটি নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে লোকো পাইলট এবং টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করতে চলেছে | যেখানে পশ্চিমবঙ্গের সব জেলা পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন | নিয়োগ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হয়েছে - - -

পদের নাম :- Assistant Loco Pilot (ALP) & Technician

শিক্ষাগত যোগ্যতা :- Assistant Loco Pilot পদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে উচ্চ-মাধ্যমিক পাশ অথবা ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি/ডিপ্লোমা পাশ করে থাকতে হবে |

Technician পদের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে উচ্চ-মাধ্যমিক পাশ অথবা, ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি/ডিপ্লোমা পাশ করে থাকলে আবেদন করতে পারবেন |

শূন্যপদ :- উভয় পদ মিলিয়ে মোট প্রায় ৬০ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ করানো হবে | তবে শূন্যপদ সংখ্যা বাড়তেও পারে |

বয়সসীমা :- Assistant Loco Pilot (ALP) পদের ক্ষেত্রে ১৮-৩০ বছর এবং Technician পদের ক্ষেত্রে ১৮-২৮ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে আবেদন করতে পারবেন | তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন |

আবেদন ফি :- GEN/OBC - প্রার্থীদের ক্ষেত্রে ৫০০/- টাকা এবং SC/ST/ESM/PWD/FEMALE - প্রার্থীদের ক্ষেত্রে ২৫০/- টাকা আবেদন ফি বাবদ টাকা অনলাইন পদ্ধতির মাধ্যমে জমা দিতে হবে |

নিয়োগ পদ্ধতি :- আবেদনকারী প্রার্থীদের কম্পিউটার বেস টেস্ট (CBT) এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করানো হবে | পরীক্ষার সিলেবাস নিয়োগ প্রক্রিয়া শুরু হলে জানিয়ে দেয়া হবে |

আবেদন পদ্ধতি :- আগ্রহী প্রার্থীদের শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে | আবেদন প্রক্রিয়া এখনও শুরু হয়নি | আবেদন শুরু হলে আমাদের ওয়েবসাইট আবেদন করার লিঙ্ক দেওয়া হবে |

একটি শট নোটিশ রেলের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে, যেখানে এই নিয়োগের কথা উল্লেখ করা হয়েছে, কিছু দিনের মধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে |

আরও বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া শট নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারেন |

Important Link :-

Important Link Click Here
Official Notice Available Soon
Apply Online Available Soon
Short Notice Download Now
Join Telegram Group Click Here
Full Details Video Click Here